Sunil Chhetri: সুনীল ছেত্রী ভাল বাবা হতে চান! টার্গেট এবার জাপান, ইরাকের বিরুদ্ধে খেলা

Last Updated:

তাঁর বিশ্লেষণ, ‘স্যাফ কাপে মধ্যপ্রাচ্যের দুই দেশকে (লেবানন, কুয়েত) আমরা হারিয়েছি। এবার আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়া দরকার

সুনীল ছেত্রী প্রস্তুত এশিয়া চ্যালেঞ্জের জন্য
সুনীল ছেত্রী প্রস্তুত এশিয়া চ্যালেঞ্জের জন্য
বেঙ্গালুরু: আর কয়েক মাস পরেই প্রথম সন্তানের বাবা হবেন সুনীল ছেত্রী। স্ত্রী সোনম ভট্টাচার্য এবং তিনি সন্তানকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। সুনীল ছেত্রী ভালো বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন। বয়স ৩৮। কেরিয়ারের গোধূলি লগ্নে সুনীল ছেত্রী। তবে বয়স বাড়লেও তাঁর ফুটবলে এখনও মধ্যাহ্নের গনগনে তেজ। তীব্র গোলক্ষুধার সঙ্গে ঈর্ষণীয় ফিটনেসের মিশেলে প্রতি ম্যাচেই ছাপিয়ে যাচ্ছেন নিজেকে।
দেশের মাঠে টানা তিনটি ট্রফি (ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও স্যাফ কাপ) জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। দানা বাঁধছে রঙিন স্বপ্ন। সুনীলের কথায়, পাঁচ বছর পর র‌্যাঙ্কিংয়ে একশোর মধ্যে আসতে পেরেছি আমরা। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এখনও অনেক পথ চলা বাকি। এশিয়ার দলগুলির মধ্যে প্রথম দশে জায়গা করে নিতে হবে।
advertisement
সাহাল সামাদ, ছাংতে, গুরপ্রীতদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সুনীল। অধিনায়কের বার্তা, উচ্ছ্বাসে গা ভাসালে চলবে না। মাটিতে পা রেখে চলতে হবে। প্রতিটি পজিশনে আরও উন্নতি প্রয়োজন। সদ্য সমাপ্ত স্যাফ কাপের সর্বাধিক গোলদাতা সুনীল। শুধু তাই নয়। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২৩। সেই সুবাদে মালদ্বীপের আলি আসফাকের সঙ্গে যুগ্মভাবে উপমহাদেশের সর্বাধিক স্কোরার এখন সুনীল।
advertisement
advertisement
advertisement
তবে ব্যক্তিগত কীর্তি নয়, দলের সাফল্যই মূল মন্ত্র ভারতীয় ফুটবল আইকনের। তাঁর সাফ কথা, শক্তিশালী দেশের বিরুদ্ধে সামান্য সুযোগকেও কাজে লাগাতে হবে। সেজন্য আক্রমণে আরও ধারাল হওয়া দরকার। আগামী বছরের গোড়ায় এএফসি এশিয়ান কাপে অংশ নেবে ভারত। গ্রুপ বি’তে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে দীর্ঘমেয়াদি শিবির চান সুনীল।
advertisement
একইসঙ্গে, র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার স্বপ্নের সওদাগর। তাঁর বিশ্লেষণ, স্যাফ কাপে মধ্যপ্রাচ্যের দুই দেশকে (লেবানন, কুয়েত) আমরা হারিয়েছি। এবার আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়া দরকার। জাপান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হলে নিজেদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীল ছেত্রী ভাল বাবা হতে চান! টার্গেট এবার জাপান, ইরাকের বিরুদ্ধে খেলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement