Sunil Chhetri: সুনীল ছেত্রী ভাল বাবা হতে চান! টার্গেট এবার জাপান, ইরাকের বিরুদ্ধে খেলা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
তাঁর বিশ্লেষণ, ‘স্যাফ কাপে মধ্যপ্রাচ্যের দুই দেশকে (লেবানন, কুয়েত) আমরা হারিয়েছি। এবার আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়া দরকার
বেঙ্গালুরু: আর কয়েক মাস পরেই প্রথম সন্তানের বাবা হবেন সুনীল ছেত্রী। স্ত্রী সোনম ভট্টাচার্য এবং তিনি সন্তানকে স্বাগত জানাতে তৈরি হচ্ছেন। সুনীল ছেত্রী ভালো বাবা হতে চান। নিজের বাবার থেকেও পরামর্শ নিচ্ছেন এবং প্রচুর বই পড়ছেন। বয়স ৩৮। কেরিয়ারের গোধূলি লগ্নে সুনীল ছেত্রী। তবে বয়স বাড়লেও তাঁর ফুটবলে এখনও মধ্যাহ্নের গনগনে তেজ। তীব্র গোলক্ষুধার সঙ্গে ঈর্ষণীয় ফিটনেসের মিশেলে প্রতি ম্যাচেই ছাপিয়ে যাচ্ছেন নিজেকে।
দেশের মাঠে টানা তিনটি ট্রফি (ত্রিদেশীয় টুর্নামেন্ট, ইন্টারকন্টিনেন্টাল কাপ ও স্যাফ কাপ) জয়ের পর রীতিমতো উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। দানা বাঁধছে রঙিন স্বপ্ন। সুনীলের কথায়, পাঁচ বছর পর র্যাঙ্কিংয়ে একশোর মধ্যে আসতে পেরেছি আমরা। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই। এখনও অনেক পথ চলা বাকি। এশিয়ার দলগুলির মধ্যে প্রথম দশে জায়গা করে নিতে হবে।
advertisement
সাহাল সামাদ, ছাংতে, গুরপ্রীতদের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি সতর্কও করে দিয়েছেন সুনীল। অধিনায়কের বার্তা, উচ্ছ্বাসে গা ভাসালে চলবে না। মাটিতে পা রেখে চলতে হবে। প্রতিটি পজিশনে আরও উন্নতি প্রয়োজন। সদ্য সমাপ্ত স্যাফ কাপের সর্বাধিক গোলদাতা সুনীল। শুধু তাই নয়। এই প্রতিযোগিতায় সব মিলিয়ে তাঁর গোল সংখ্যা ২৩। সেই সুবাদে মালদ্বীপের আলি আসফাকের সঙ্গে যুগ্মভাবে উপমহাদেশের সর্বাধিক স্কোরার এখন সুনীল।
advertisement
advertisement
“To prepare for these big matches against the top teams, we need a camp of four weeks. If we get five days of national camp we will not be ready for these big matches”
Sunil Chhetri wants 4-week camp ahead of AFC Asian Cuphttps://t.co/7MDO3DomXl
— Firstpost Sports (@FirstpostSports) July 9, 2023
advertisement
তবে ব্যক্তিগত কীর্তি নয়, দলের সাফল্যই মূল মন্ত্র ভারতীয় ফুটবল আইকনের। তাঁর সাফ কথা, শক্তিশালী দেশের বিরুদ্ধে সামান্য সুযোগকেও কাজে লাগাতে হবে। সেজন্য আক্রমণে আরও ধারাল হওয়া দরকার। আগামী বছরের গোড়ায় এএফসি এশিয়ান কাপে অংশ নেবে ভারত। গ্রুপ বি’তে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে দীর্ঘমেয়াদি শিবির চান সুনীল।
advertisement
একইসঙ্গে, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন টিম ইন্ডিয়ার স্বপ্নের সওদাগর। তাঁর বিশ্লেষণ, স্যাফ কাপে মধ্যপ্রাচ্যের দুই দেশকে (লেবানন, কুয়েত) আমরা হারিয়েছি। এবার আরও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের যাচাই করে নেওয়া দরকার। জাপান, ইরাক, সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হলে নিজেদের শক্তি-দুর্বলতা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 10, 2023 11:42 AM IST