SAFF Cup: সুনীল ছেত্রীর ভারতের সামনে আজ আবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ! ফাইনালে কঠিন লড়াই
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
নির্বাসনের জেরে ফাইনালেও গ্যালারিতেই বসতে হবে কোচ ইগর স্টিমাচকে
বেঙ্গালুরু: ভারতীয় ফুটবল দলের সামনে আজ আবার একটা বড় সুযোগ। সুনীল ছেত্রীর সামনে আজ আবার মেসি এবং রোনাল্ডোকে তাড়া করার প্ল্যাটফর্ম। গ্রুপ পর্বে কুয়েতের বিরুদ্ধে অধিনায়ক সুনীল ছেত্রীর গোলে লিড নিয়েও জিততে ব্যর্থ হয়েছিল ভারত। শেষলগ্নের আত্মঘাতী গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্টিমাচ ব্রিগেডকে। ফাইনালে অবশ্য জিতেই মাঠ ছাড়তে মরিয়া ‘মেন ইন ব্লু’।
ম্যাচের ২৪ ঘণ্টা আগে ট্রফি নিয়ে ফোটোসেশনে হাজির ছিলেন দুই দলের কোচ ও ফুটবলাররা। এরপর সাংবাদিক সম্মেলনে মহেশ গাউলি জানান, ‘অতীতে মাত্র এক সপ্তাহের প্রস্তুতিতে ম্যাচ খেলতে হতো। তবে এবার টানা পঞ্চাশ দিনের বেশি সময় ফুটবলাররা একসঙ্গে রয়েছে। ফলে বোঝাপড়া অনেকটাই বেড়েছে। কমেছে চোট আঘাতের প্রবণতাও। ফাইনালের আগে অবশ্যই এটা স্বস্তির।
advertisement
তবে কুয়েত যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। গ্রুপ পর্বে সামান্য ভুলে জয় হাতছাড়া হয়েছিল। ফাইনাল পুরোপুরি ভিন্ন লড়াই। আশা করছি, ছেলেরা সেরাটা মেলে ধরতে সফল হবে।’ গত ১৩ বারের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন। এরমধ্যে অধিকাংশ জয়ই এসেছে ৯০ মিনিটের লড়াইয়ে। তবে মঙ্গলবার স্যাফ কাপের ফাইনালে টুর্নামেন্টের ইতিহাসে কঠিনতম ফাইনাল খেলতে নামছে ভারত।
advertisement
advertisement
FINAL TRAINING SESSION 🔥💙
Coach @stimac_igor and the #BlueTigers put the finishing touches to their preparations for the FINAL last night 💪🏽👏🏽
TIME TO GO OUT AND WIN THIS 🏆
Full video 👉🏽 https://t.co/etYU3KkJII#SAFFChampionship2023 #KUWIND #IndianFootball pic.twitter.com/62xIdYpZNE
— Indian Football Team (@IndianFootball) July 4, 2023
advertisement
প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। র্যাঙ্কিংয়ে অনেকটাই পিছিয়ে থাকলেও, সুনীল ছেত্রীদের কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি মধ্যপ্রাচ্যের দেশটি। তাই ঘরের মাঠে নবম স্যাফ কাপ জয়ের পথটা যে সহজ হবে না তা ভালোভাবেই জানেন ভারতীয় ফুটবলাররা। উল্লেখ্য, নির্বাসনের জেরে ফাইনালেও গ্যালারিতেই বসতে হবে কোচ ইগর স্টিমাচকে। ফাইনালে সন্দেশের ফেরাটা বাড়তি আত্মবিশ্বাস জোগাবে ভারতীয় শিবিরকে।
advertisement
অভিজ্ঞ এই ডিফেন্ডারও সেরা পারফরম্যান্স মেলে ধরতে মুখিয়ে। বললেন, ‘মহেশ ভাই (গাউলি) দেশের অন্যতম সেরা ডিফেন্ডার। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। ম্যাচে কখনও সমস্যায় পড়লে তাঁর সঙ্গে কথা বলি। গোটা প্রতিযোগিতায় আমরা ভালো খেলেছি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 04, 2023 6:03 PM IST