Sunil Chhetri: সুনীলের গলায় বন্দে মাতরম! ফুটবল অধিনায়কের জনপ্রিয়তা হার মানাচ্ছে ক্রিকেটারদের

Last Updated:

যেভাবে গোটা মাঠে বন্দেমাতারম এবং প্রত্যেক ফুটবলারের নামে জয়ধনি হচ্ছিল তাতে বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবল সঠিক রাস্তায় যাচ্ছে।

ভারতকে চ্যাম্পিয়ন করে বন্দেমাতরম গাইলেন সুনীল
ভারতকে চ্যাম্পিয়ন করে বন্দেমাতরম গাইলেন সুনীল
বেঙ্গালুরু: সুনীল ছেত্রীর কাছে এই মুহূর্তে পাত্তা পাচ্ছেন না বিরাট কোহলি, রোহিত শর্মা এবং ভারতের অন্যান্য ক্রিকেটাররা। সোশ্যাল মিডিয়া ক্রিকেটাররা অনেক এগিয়ে থাকলেও মানুষের মনের আয়নায় রাজত্ব করছেন সুনীল। ভারতের ফুটবল অধিনায়ক ৩৮ বছর বয়সেও নিজেকে প্রমাণ করে চলেছেন। ২৫ বছর বয়সী ফুটবলারদের সঙ্গে পাল্লা দিচ্ছেন সমানতালে। গত তিন মাসে তিনটে ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
প্রথমটা মনিপুরে, দ্বিতীয়টা ভুবনেশ্বর ইন্টারকন্টিনেন্টাল কাপ। এবার সাফ কাপ। সব মিলিয়ে ভারতীয় ফুটবল সঠিক রাস্তায় যাচ্ছে মনে হচ্ছে। এবারের সাফ কাপ অন্যবারের তুলনায় অনেক বেশি কঠিন ছিল। লেবানন এবং কুয়েতের মতো মধ্যপ্রাচ্যর টিম এবার খেলেছিল টুর্নামেন্ট। তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া মুখের কথা ছিল না। অধিনায়ক হিসেবে সুনীলের সবচেয়ে বড় গুণ দলের মধ্যেও তিনি লড়াই ছড়িয়ে দিতে পেরেছেন।
advertisement
advertisement
advertisement
আনোয়ার থেকে শুভাশিস, সাহেল থেকে চাংতে প্রত্যেকে নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছেন। এই ভারত কাউকে ভয় পায় না সেটা প্রমাণিত। যেভাবে গোটা মাঠে বন্দেমাতারম এবং প্রত্যেক ফুটবলারের নামে জয়ধনি হচ্ছিল তাতে বোঝা যাচ্ছে ভারতীয় ফুটবল সঠিক রাস্তায় যাচ্ছে। ম্যাচের কয়েক ঘণ্টা আগেই এদিন কান্তিরাভার গ্যালারি ছেয়ে গিয়েছিল নীল জার্সিতে।
advertisement
সুনীল-ঝিঙ্গানদের সমর্থনে ভিন্ন রাজ্য থেকেও বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন অনুরাগীরা। তবে এদিন পরিচিত নীল নয়, ভারতীয় দল মাঠে নামে কমলা জার্সি গায়ে চাপিয়ে। ইন্টারনেট খুললে এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের থেকে বেশি আলোচনা ভারতীয় ফুটবল দল নিয়ে। ঘুমন্ত দ্বৈত জেগে উঠেছে। সুনীলদের আসল লক্ষ্য এবার এশিয়ান কাপ। ২০৩০ বিশ্বকাপ টার্গেট করে এগোচ্ছে ভারত।
বাংলা খবর/ খবর/খেলা/
Sunil Chhetri: সুনীলের গলায় বন্দে মাতরম! ফুটবল অধিনায়কের জনপ্রিয়তা হার মানাচ্ছে ক্রিকেটারদের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement