Ind vs Ban: এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বধ ভারতের, পেনাল্টি থেকে গোল সুনীলের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Ban: এরপর ভারতের পরের খেলা রবিবার৷ প্রতিপক্ষ মায়নমার৷ এর আগে বাংলাদেশ মায়নমারের কাছে ০-১ গোলে হেরেছিল৷
India vs Bangladesh Live Score (1-0) Asian Games 2023: ভারত বনাম বাংলাদেশকে (১-০) গোলে হারিয়ে এশিয়ান গেমসের গ্রুপ পর্বের ম্যাচে পুরো ৩ পয়েন্ট পেল৷ ভারতীয় পুরুষ ফুটবল দল দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে৷ ১৯ তম এশিয়ান গেমসে হাংঝাউতে ছিল ভারত বনাম বাংলাদেশ খেলা৷
প্রথমার্ধের খেলা এদিন ছিল গোলশূন্য৷ একদিকে বাংলাদেশের গোলরক্ষকের তুখোড় গোলকিপিং এবং অন্যদিকে ভারতীয় ফুটবলারদের নজিরবিহীন গোল মিসের হিড়িকে এদিন প্রথমার্ধে খাতা খুলতে পারেনি সুনীল ছেত্রীর ব্লু টাইগার্স৷ দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি ভারতের জন্য ত্রাতা হয়৷
1️⃣ Calm Penalty ✅
3️⃣ Crucial Points ✅ @chetrisunil11’s goal from the penalty spot was enough to give the #BlueTigers 🐯 their first win in the #19thAsianGames 💙#INDBAN ⚔️ #IndianFootball ⚽️ pic.twitter.com/nuHNhN07b3— Indian Football Team (@IndianFootball) September 21, 2023
advertisement
advertisement
Smooth-sailing India 🇮🇳 U19s prove too good for Bangladesh 🇧🇩
Read more 👉🏽 https://t.co/FwFSxce3mo#U19SAFF2023 🏆 #BANIND ⚔️ #IndianFootball ⚽️ #BlueColts 🐯 pic.twitter.com/BA8rwt6ePR
— Indian Football Team (@IndianFootball) September 21, 2023
বাংলাদেশের গোলরক্ষক মিতুলকে টেক্কা দিয়ে সুনীল ছেত্রী ১-০ করে দেন৷ ইগর স্টিমাচের ছেলেরা চিনের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল৷ প্রথমার্ধে ১-১ ম্যাচ থেকে শেষ হয়েছিল প্রথমার্ধ৷ ১-৫ গোলে চিনের কাছে শেষমেশ হেরে যায় ভারত৷
advertisement
তবে প্রথম ম্যাচে হারের পর এদিনের ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল টিম ইন্ডিয়ার৷ শেষ পর্যন্ত ১-০ গোলে নব্বই মিনিটের ম্যাচ শেষ করে ফেলে৷ ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ এ-র একদম শেষে ছিল৷ নকআউটের ছাড়পত্রের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ৷
এরপর ভারতের পরের খেলা রবিবার৷ প্রতিপক্ষ মায়নমার৷ এর আগে বাংলাদেশ মায়নমারের কাছে ০-১ গোলে হেরেছিল৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 21, 2023 4:15 PM IST