Ind vs Ban: এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বধ ভারতের, পেনাল্টি থেকে গোল সুনীলের

Last Updated:

Ind vs Ban: এরপর ভারতের পরের খেলা রবিবার৷ প্রতিপক্ষ মায়নমার৷ এর আগে বাংলাদেশ মায়নমারের কাছে ০-১ গোলে হেরেছিল৷

ভারত বনাম বাংলাদেশ ম্যাচে সুনীল ছেত্রীর গোল
ভারত বনাম বাংলাদেশ ম্যাচে সুনীল ছেত্রীর গোল
India vs Bangladesh Live Score (1-0) Asian Games 2023: ভারত বনাম বাংলাদেশকে (১-০)  গোলে হারিয়ে এশিয়ান গেমসের গ্রুপ পর্বের ম্যাচে পুরো ৩ পয়েন্ট পেল৷ ভারতীয় পুরুষ ফুটবল দল দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করে৷ ১৯ তম এশিয়ান গেমসে হাংঝাউতে ছিল ভারত বনাম বাংলাদেশ খেলা৷
প্রথমার্ধের খেলা এদিন ছিল গোলশূন্য৷ একদিকে বাংলাদেশের গোলরক্ষকের তুখোড় গোলকিপিং এবং অন্যদিকে ভারতীয় ফুটবলারদের নজিরবিহীন গোল মিসের হিড়িকে এদিন প্রথমার্ধে খাতা খুলতে পারেনি সুনীল ছেত্রীর ব্লু  টাইগার্স৷ দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে সুনীল ছেত্রীর পেনাল্টি ভারতের জন্য ত্রাতা হয়৷
advertisement
advertisement
বাংলাদেশের গোলরক্ষক মিতুলকে টেক্কা দিয়ে সুনীল ছেত্রী ১-০ করে দেন৷ ইগর স্টিমাচের ছেলেরা চিনের বিরুদ্ধে শুরুটা ভালই করেছিল৷ প্রথমার্ধে ১-১ ম্যাচ থেকে শেষ হয়েছিল প্রথমার্ধ৷ ১-৫ গোলে চিনের কাছে শেষমেশ হেরে যায় ভারত৷
advertisement
তবে প্রথম ম্যাচে হারের পর এদিনের ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল টিম ইন্ডিয়ার৷ শেষ পর্যন্ত ১-০ গোলে নব্বই মিনিটের ম্যাচ শেষ করে ফেলে৷ ছেত্রীর নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ এ-র একদম শেষে ছিল৷ নকআউটের ছাড়পত্রের জন্য এই জয় খুবই গুরুত্বপূর্ণ৷
এরপর ভারতের পরের খেলা রবিবার৷ প্রতিপক্ষ মায়নমার৷ এর আগে বাংলাদেশ মায়নমারের কাছে ০-১ গোলে হেরেছিল৷
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Ban: এশিয়ান গেমসের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ বধ ভারতের, পেনাল্টি থেকে গোল সুনীলের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement