Success Story: হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, আজ ৬৭ তে অ্যাথলিটিক্সে বিশ্বমঞ্চে সোনা জয় বাংলার সোমার

Last Updated:

Success Story:৬৫+ মহিলা বিভাগে ২০০ মিটারে সোনা, ১০০ মিটারে রূপো এবং লং জাম্পে ব্রোঞ্জ—মোট তিনটি পদক নিয়ে ঘরে ফিরলেন তিনি।

+
৬৭–তে

৬৭–তে আন্তর্জাতিক স্বর্ণজয়!

শিলিগুড়ি: বয়স যে শুধুই একটা সংখ্যা—তার জীবন্ত প্রমাণ বাগডোগরার ভুজিয়াপানির ৬৭ বছরের অ্যাথলিট সোমা দত্ত। অবসরপ্রাপ্ত শিক্ষিকা হয়েও যিনি দৌড়ের ট্র্যাক থেকে কোনওদিন অবসর নেননি। বরং বয়সকে জয় করে আরও দৃঢ়ভাবে দৌড়চ্ছেন আন্তর্জাতিক মঞ্চে।
দুর্গাপুরে আয়োজিত আন্তর্জাতিক ইনভিটেশনাল মাস্টার গেমসে ফের সোনা, রূপো এবং ব্রোঞ্জ জিতে সবাইকে তাক লাগিয়ে দিলেন এই প্রবীণ দৌড়বিদ। ৬৫+ মহিলা বিভাগে ২০০ মিটারে সোনা, ১০০ মিটারে রূপো এবং লং জাম্পে ব্রোঞ্জ—মোট তিনটি পদক নিয়ে ঘরে ফিরলেন তিনি।
এ প্রসঙ্গে সোমা দত্ত বলেন, “বয়স কখনও স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না। মন চাইলে যেকোনো বয়সেই নতুন শুরু করা যায়।”
advertisement
advertisement
প্রতিযোগিতার দিন তাঁর দৌড় দেখে দর্শকদের বিস্ময়—৬৭ বছর বয়সেও যেন গতিকে হার মানায় তাঁর পা। তিনি নিজেও বললেন, “দৌড় আমার কাছে শুধু খেলা নয়, জীবনশক্তি। প্রতিদিন ট্র্যাকে নামলেই মনে হয় আমি নতুন করে বেঁচে উঠছি।”
advertisement
একসময় ফাঁসিদেওয়া বয়েস হাই স্কুলের প্রিয় শিক্ষিকা ছিলেন সোমা। এখন তিনি শিলিগুড়ি–দার্জিলিং জেলার গর্ব। গত ১৭ বছর ধরে অ্যাথলেটিক্সের সঙ্গে জড়িয়ে থেকে বহুবার দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। ভারতের হয়ে টানা তিনবার অংশ নিয়েছেন এশিয়ান মাস্টার গেমসে—চিন, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়ায় সোনা ও রূপো এনে দেশকে গর্বিত করেছেন। এমনকি ব্রাজিল ও পর্তুগালের বিশ্ব প্রতিযোগিতাতেও নিজের শক্তি দেখিয়েছেন নির্দ্বিধায়।
advertisement
৬৭ বছরের প্রবীণা সোমা দত্ত আজ প্রমাণ করে দিচ্ছেন, ইচ্ছা থাকলে বয়স কোনওদিনই দৌড় থামাতে পারে না।
Ricktick Bhattacharjee
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Success Story: হাই স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন, আজ ৬৭ তে অ্যাথলিটিক্সে বিশ্বমঞ্চে সোনা জয় বাংলার সোমার
Next Article
advertisement
Imran Khan: আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
আদৌ বেঁচে আছেন ইমরান? জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানেই তুমুল জল্পনা
  • ইমরান খানকে নিয়ে পাকিস্তানেই জল্পনা৷

  • আদৌ বেঁচে আছেন প্রাক্তন প্রধানমন্ত্রী?

  • মেরে ফেলা হয়েছে ইমরানকে, আফগানিস্তানের সংবাদমাধ্যমে দাবি৷

VIEW MORE
advertisement
advertisement