'তেন্ডুলকর চক', 'গাভাসকার মার্গ', 'আফ্রিদি রোড', তারকা ক্রিকেটারদের নামে কোথায় কোথায় রয়েছে রাস্তা?

Last Updated:

Streets named on star cricketers in different parts of the world: যুগে যুগে এই খেলা এমন কিছু কিংবদন্তি উপহার দিয়েছে যাদের প্রভাব কেবল মাঠেই নয়, সমাজেও স্থায়ী ছাপ ফেলেছে। তাঁদের প্রতি সম্মান জানাতে বিভিন্ন দেশে তৈরি হয়েছে স্টেডিয়ামের স্ট্যান্ড, রাস্তা ও মোড় তাঁদের নামাঙ্কিত করা হয়েছে।

News18
News18
ক্রিকেট শুধুমাত্র একটি খেলা নয়, এটি আবেগ, সংস্কৃতি ও ইতিহাসের অংশ হয়ে উঠেছে বিশ্বের বহু দেশে। যদিও এই খেলার উৎপত্তি ইংল্যান্ডে, তবে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট ধর্মের মতোই পূজিত হয়। যুগে যুগে এই খেলা এমন কিছু কিংবদন্তি উপহার দিয়েছে যাদের প্রভাব কেবল মাঠেই নয়, সমাজেও স্থায়ী ছাপ ফেলেছে। তাঁদের প্রতি সম্মান জানাতে বিভিন্ন দেশে তৈরি হয়েছে স্টেডিয়ামের স্ট্যান্ড, রাস্তা ও মোড় তাঁদের নামাঙ্কিত করা হয়েছে।
সম্প্রতি মুম্বইয়ে ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে রোহিত শর্মার নামে একটি স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। এর আগে এই স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর এবং সুনীল গাভাসকরের নামেও স্ট্যান্ড স্থাপন করা হয়েছিল। তবে শুধু স্টেডিয়ামেই নয়, এই মহান খেলোয়াড়দের নাম স্থান পেয়েছে শহরের রাস্তা ও মোড়েও।
‘তেন্ডুলকর চক’, মুম্বই:  ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকরকে সম্মান জানিয়ে মুম্বইয়ের একটি গুরুত্বপূর্ণ মোড়ের নামকরণ করা হয়েছে ‘তেন্ডুলকর চক’। এটি কেবল একটি স্থান নয়, তাঁর অতুলনীয় উত্তরাধিকার ও মানুষের হৃদয়ে তাঁর অবস্থানকেই স্মরণ করায়।
advertisement
advertisement
‘কপিল দেব মার্গ’, নয়াদিল্লি: ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের নামে দিল্লিতে একটি রাস্তার নাম রাখা হয়েছে। তাঁর নেতৃত্ব ও ক্রিকেটে অসাধারণ অবদানের স্মরণে এই উদ্যোগ নেওয়া হয়।
‘সুনীল গাভাস্কার মার্গ’, পুনে: ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাসকারের নামে পুনেতে একটি রাস্তা রয়েছে। তাঁর ব্যাটিং দক্ষতা ও আন্তর্জাতিক সাফল্য এই সম্মান অর্জনে ভূমিকা রেখেছে।
advertisement
‘জাভেদ মিয়াঁদাদ রোড’, করাচি: পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাভেদ মিয়াঁদাদের নামে করাচিতে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। ভারতের বিপক্ষে তাঁর বিখ্যাত শেষ বলের ছক্কার জন্য আজও তাঁকে স্মরণ করা হয়।
‘শাহিদ আফ্রিদি রোড’, কোহাট: ‘বুম বুম’ আফ্রিদির নামে খাইবার পাখতুনখোয়ার কোহাটে একটি রাস্তার নাম রাখা হয়েছে। তাঁর আক্রমণাত্মক খেলা এবং জনপ্রিয়তা এই স্বীকৃতি এনে দিয়েছে।
advertisement
‘স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান ড্রাইভ’, অ্যাডিলেড: অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের নামে অ্যাডিলেড বিমানবন্দরের একটি প্রধান সড়কের নামকরণ করা হয়েছে। ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা হিসেবে বিবেচিত এই ব্যাটসম্যানের প্রতি এ এক চিরস্থায়ী শ্রদ্ধাঞ্জলি।
‘মাখায়া এনটিনি স্ট্রীট’, মাডিঙ্গি: দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ পেসার মাখায়া এনটিনির নামে তাঁর নিজ শহর মাডিঙ্গিতে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। তাঁর আন্তর্জাতিক ক্রিকেট যাত্রা দক্ষিণ আফ্রিকার ক্রীড়া ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
advertisement
‘স্যার গ্যারি সোবার্স রাউন্ডঅ্যাবাউট’, বার্বাডোস: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্সের নামে বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে একটি রাউন্ডঅ্যাবাউটের নামকরণ করা হয়েছে, যা তাঁর প্রতি জাতীয় শ্রদ্ধার বহিঃপ্রকাশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
'তেন্ডুলকর চক', 'গাভাসকার মার্গ', 'আফ্রিদি রোড', তারকা ক্রিকেটারদের নামে কোথায় কোথায় রয়েছে রাস্তা?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement