#সিডনি: বল বিকৃতির ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ। দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন অস্ট্রেলিয়া অধিনায়ক ৷ বল বিকৃতির ঘটনার সব দায় নিলেন নিজের কাঁধেই নিলেন স্টিভ স্মিথ ৷ তিনি বলেন, ‘‘ অধিনায়ক হিসেবে বল বিকৃতির দায় আমার ৷ সিদ্ধান্তের মারাত্মক একটি ভুল হয়েছে ৷ সেই ভুলের ফলও এখন ভোগ করছি ৷ বাকি জীবনও ফল ভোগ করতে হবে ৷ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গর্বিত ৷ আশা করি আবার ফিরে আসব ৷ ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী আমি ৷’’
#WATCH -- 'Devastated' @stevesmith49 makes a tearful apology for ball-tampering scandal #AusCheatsPunished pic.twitter.com/nS5mTHc7cX
— News18 (@CNNnews18) March 29, 2018
Cricket has been known as a gentleman's game. It's a game that I believe should be played in the purest form. Whatever has happened is unfortunate but the right decision has been taken to uphold the integrity of the game. Winning is important but the way you win is more important — Sachin Tendulkar (@sachin_rt) March 28, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ball Tampering Case, Breaks down, Press Conference, Steve Smith