সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়লেন স্মিথ, বল বিকৃতির সব দায় নিলেন নিজের কাঁধে

Steve Smith break down during conference. (AFP Image)

Steve Smith break down during conference. (AFP Image)

বল বিকৃতির ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ।

  • Last Updated :
  • Share this:

    #সিডনি: বল বিকৃতির ঘটনায় ক্ষমা চাইলেন স্টিভ স্মিথ। দেশে ফেরার পর আজ বৃহস্পতিবার সিডনিতে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন  অস্ট্রেলিয়া অধিনায়ক ৷  বল বিকৃতির ঘটনার সব দায় নিলেন নিজের কাঁধেই নিলেন স্টিভ স্মিথ ৷ তিনি বলেন, ‘‘ অধিনায়ক হিসেবে বল বিকৃতির দায় আমার ৷ সিদ্ধান্তের মারাত্মক একটি ভুল হয়েছে ৷ সেই ভুলের ফলও এখন ভোগ করছি ৷ বাকি জীবনও ফল ভোগ করতে হবে ৷ দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গর্বিত ৷ আশা করি আবার ফিরে আসব ৷ ক্রিকেটপ্রেমীদের কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থী আমি ৷’’

    আমি এই ঘটনার পুরো দায় নিচ্ছি ৷ আমি একটা বড় ভুল করেছি ৷ আর তার ফল কী হয়েছে ৷ সেটা ভালমতোই বুঝতে পারছি ৷ এটা আমার দলকে পরিচালনা করাতেই বড় ব্যর্থতা ৷ এই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি সবকিছু করব ৷ এই ঘটনা বাকিদের জন্যও একটা বড় শিক্ষা ৷ সারাজীবন এই ভুল আমাকে তাড়া করে বেড়াবে ৷ তার জন্য আমি প্রস্তুত আছি ৷ ক্রিকেটই আমার জীবন ৷ আমি দুঃখিত ৷ এই ঘটনায় আমি বিধ্বস্ত

    ইতিমধ্যেই ঘটনার জন্য দেশবাসীর কাছ ক্ষমা চেয়ে নিয়েছেন আরেক অভিযুক্ত ডেভিড ওয়ার্নার ৷ তিনি বলেন, ‘‘ ভুল আমার থেকে হয়েছে যা আসলে ক্রিকেটের ক্ষতি করেছে ৷ আমি এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ৷ সব দায় আমার ৷ এই ভুলের জন্য খেলা এবং ক্রিকেটপ্রেমীদের মনে আঘাত এনেছে ৷ ’’
    First published:

    Tags: Ball Tampering Case, Breaks down, Press Conference, Steve Smith