হবে ক্রিকেট অ্যাকাডেমি! সিএবিকে জমি দিল রাজ্য সরকার! ধন্যবাদ জানালেন সভাপতি সৌরভ
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
- Written by: EERON ROY BARMAN
Last Updated:
কলকাতার অদূরেই হাওড়ার ডুমুরজলাতে স্টেডিয়ামের পাশে যে মাঠ রয়েছে তা এবার সরকারিভাবে সিএবির হাতে হস্তান্তর করা হল। জানা গিয়েছে, অর্থ দফতরের পক্ষ থেকে সিএবিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২৪ কোটি টাকা বিনিময়ে জমিটি পেল সিএবি।
হাওড়া: কলকাতার অদূরেই হাওড়ার ডুমুরজলাতে স্টেডিয়ামের পাশে যে মাঠ রয়েছে তা এবার সরকারিভাবে সিএবির হাতে হস্তান্তর করা হল। জানা গিয়েছে, অর্থ দফতরের পক্ষ থেকে সিএবিকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ২৪ কোটি টাকা বিনিময়ে জমিটি পেল সিএবি।
সিএবি সূত্রে খবর, মূলত ক্রিকেটের অ্যাকাডেমি এবং রিহ্যাব সেন্টার তৈরি করবে সিএবি। পাশাপাশি বিভিন্ন বয়স ভিত্তিক খেলা হবে সেই মাঠে। জমি নিয়ে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সিএবির নতুন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
এর আগে ২০২২ একটি অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য জমি পেয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
advertisement
রাজারহাটে তৈরি হবে অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়াম। রাজ্য সরকারের থেকে জমি পেয়েছিল সিএবি। রাজারহাটে ১৪ একর জমি বরাদ্দ করা হয়েছিল নবান্নর পক্ষ থেকে।
advertisement
সেবারে রাজারহাটের এই জমির জন্য সিএবিকে দিতে হয়েছিল ৩০ কোটি টাকা। নিউজ18 বাংলাকে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন , “রাজ্য সরকারের থেকে জানানো হয়েছে রাজারহাটে জমি বরাদ্দ হওয়ার বিষয়টি। দিনকয়েকের মধ্যেই কাগজপত্র চলে আসবে। মোট ১৪ একর জমি বরাদ্দ করা হয়েছে। আধুনিক মানের স্টেডিয়াম তৈরি করা হবে।”
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 22, 2025 10:34 PM IST