Asia Cup 2025: এশিয়া কাপে ম্যাচের মাঝেই হার্ট অ্যাটাকে সব শেষ! শ্রীলঙ্কা দলে শোকের ছায়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার দুনিথ ওয়ালালাগের জন্য ২০২৫ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল এক সঙ্গে গর্ব, চ্যালেঞ্জ এবং গভীর শোকের অভিজ্ঞতা।
শ্রীলঙ্কার প্রতিভাবান স্পিনার দুনিথ ওয়ালালাগের জন্য ২০২৫ সালের এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি ছিল এক সঙ্গে গর্ব, চ্যালেঞ্জ এবং গভীর শোকের অভিজ্ঞতা। ২২ বছর বয়সী এই তরুণ প্রথমবার জাতীয় দলের জার্সিতে এশিয়া কাপের মঞ্চে মাঠে নামেন, কিন্তু এই বিশেষ দিনটি তার জীবনে এক দুঃখের স্মৃতি হয়ে রয়ে গেল। ম্যাচে শেষ ওভারে বোলিংয়ের দায়িত্ব পেয়ে তিনি আফগান ব্যাটার মহম্মদ নবির হাতে একটানা পাঁচটি ছক্কা হজম করেন, যা তার আত্মবিশ্বাসে বড় ধাক্কা দেয়।
শেষ ওভারে তার করা ওভারে মোট ৩২ রান ওঠে, যার ফলে খেলার রুদ্ধশ্বাস মুহূর্তে ম্যাচটি হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল শ্রীলঙ্কার। যদিও শেষ পর্যন্ত শ্রীলঙ্কা জয়লাভ করে এবং আফগানিস্তানকে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়, কিন্তু ওয়ালালাগের অভিষেকের স্মৃতি থেকে এই হতাশার ছাপ মুছে যায়নি। তরুণ বোলারের জন্য এমন কঠিন অভিজ্ঞতা অবশ্যই মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো।
advertisement
তবে ম্যাচের পর যা ঘটেছিল, তা আরও মর্মান্তিক। খেলা শেষে দলের ম্যানেজার তাকে জানান যে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাঠে কষ্টকর অভিষেকের ধাক্কা সামলাতে না সামলাতে বাবার মৃত্যুসংবাদে ওয়াসালাগে একেবারে ভেঙে পড়েন। তরুণ বয়সে এত বড় ক্ষতি তার জীবন ও ক্রীড়া-ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলতে পারে।
advertisement
The moment when Sri Lanka’s coach Sanath Jayasuriya and Team manager informed Dunith Wellallage about the demise of his father right after the match. Dunith’s father passed away due to a sudden heart attack. He was 54.🥲
video credits- Dhanushka pic.twitter.com/P01nFFWlVW— Nibraz Ramzan (@nibraz88cricket) September 18, 2025
advertisement
আরও পড়ুনঃ India vs Oman: দরকার আর একটি উইকেট, ওমানের বিরুদ্ধে ইতিহাস গড়বেন ভারতীয় বোলার? যা আর কারও নেই!
এই ঘটনাটি কেবল একজন খেলোয়াড়ের মনের ওপর প্রভাব ফেলে না, বরং পুরো দলের আবেগেও ছাপ ফেলে। শোকের মধ্যেও দুনিথের মাঠে উপস্থিতি এবং নিজের দায়িত্ব পালনের চেষ্টা এক সাহসী মনোভাবের পরিচায়ক। এমন কঠিন মুহূর্তে তার পাশে থাকা এবং মানসিকভাবে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 19, 2025 9:41 AM IST