ক্রিকেটে বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি আমি, ভবিষ্যতেও তেমনই থাকব: জয়সূর্য

Last Updated:
#কলম্বো: আইসিসি-র দুর্নীতি দমন শাখার তদন্তে তিনি সহযোগিতা করেননি ৷ এই অভিযোগে এখন বিপর্যস্ত শ্রীলঙ্কার প্রাক্তন তারকা ক্রিকেটার সনৎ জয়সূর্য ৷ খুব তাড়াতাড়ি অবশ্য এর প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে তাঁর তরফে ৷ এক বিবৃতিতে নিজেকে সৎ ও স্বচ্ছ বলে দাবি জয়সূর্যর ৷
শ্রীলঙ্কার প্রাক্তন তারকার বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার পাশাপাশি তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ রয়েছে আইসিসি-র দুর্নীতিদমন শাখার ৷ অভিযোগ সত্যি প্রমানিত হলে জয়সূর্য ছ’মাস থেকে পাঁচ বছর পর্যন্ত ক্রিকেটের যে কোনও পদ থেকে নির্বাসিত হতে পারেন। এই অভিযোগের জবাব দেওয়ার জন্য ১৪ দিন অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছেন জয়সূর্য ৷ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ‘‘ক্রিকেটে বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি আমি। ভবিষ্যতেও তেমনই থাকব। তবে এই ব্যাপারে আমাকে মন্তব্য করতে বারণ করা হয়েছে। মন্তব্য করলে সেটা আইসিসি-র নিয়ম ভাঙা হবে। আইসিসি যে অভিযোগগুলি করেছে, তার সঙ্গে ম্যাচ ফিক্সিং, পিচ ফিক্সিং বা সেই ধরনের দুর্নীতির কোনও সম্পর্ক নেই।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্রিকেটে বরাবরই নিজেকে সৎ ও স্বচ্ছ রেখেছি আমি, ভবিষ্যতেও তেমনই থাকব: জয়সূর্য
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement