South Dinajpur News: খেলায় আগ্রহ বাড়ুক! ফিটনেস বাড়াতে বিরাট প্রশিক্ষণের ব্যবস্থা জেলায়
- Published by:Ratnadeep Ray
- local18
- Reported by:Bangla Digital Desk
Last Updated:
Sports news: রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে সাত দিনের বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল প্রাথমিক শিক্ষা সংসদের তরফে। সূত্রের খবর, আগামী ২৮ ও ১ তারিখে রাজ্যস্তরের খেলা অনুষ্ঠিত হতে চলেছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে।
দক্ষিণ দিনাজপুর: রাজ্যস্তরের ক্রীড়া প্রতিযোগিতাকে সামনে রেখে সাত দিনের বিশেষ আবাসিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হল প্রাথমিক শিক্ষা সংসদের তরফে। সূত্রের খবর, আগামী ২৮ ও ১ তারিখে রাজ্যস্তরের খেলা অনুষ্ঠিত হতে চলেছে ঝাড়গ্রাম স্টেডিয়ামে। সেই প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলা থেকে ৩০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করতে চলেছে। এ সমস্ত খেলোয়াড়রা যাতে রাজ্যস্তরের খেলায় ভাল পারফরম্যান্স করতে পারে সেই কারণের জন্য এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানা যায়।
প্রতিযোগীদের সাফল্যের হার বাড়াতে দক্ষিণ দিনাজপুর জেলার ৩০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনীদের নিয়ে বালুরঘাট শহরের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয়েছে। যেখানে ৩০ জন ছেলে-মেয়ে প্রশিক্ষণ নিচ্ছে। সাত দিনের এই বিশেষ প্রশিক্ষণ চলছে বিকেল থেকে। প্রশিক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন ক্রীড়া প্রশিক্ষক উত্তম সরকার, স্টেট জয়েন্ট কো-অর্ডিনেটর রাজনারায়ণ গোস্বামী।
advertisement
advertisement
তিনি জানান, “বিগত বছর তিন দিনের বিশেষ প্রশিক্ষণে ক্রীড়া ক্ষেত্রে প্রতিযোগীরা অনেকটাই সাফল্য এসেছিল। সেইমত এ বছরও ছেলে-মেয়েদের মধ্যে খেলার মান ও ফিটনেস আরও বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা সংসদের তরফে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাঁদের দক্ষতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে।”
advertisement
বিগত বছরেও তিন দিনের একটি প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সেখানে জেলার ছেলেমেয়েরা ভাল ফলাফল করেছিল। সেই বিষয়টি মাথায় রেখে চলতি বছরেও প্রশিক্ষণ, এবার পাশাপাশি সময়কাল বাড়ানো হয়েছে মূলত ছাত্রছাত্রীদের ভাল ফলাফল করবার লক্ষ্যে।
সুস্মিতা গোস্বামী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 23, 2025 12:19 PM IST
