ছয় বছর পর ইডেনে ওয়ান ডে! থাকছে লেজার শো, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী

Last Updated:

রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন।

#কলকাতা: আগামী ১২ জানুয়ারি ইডেনে ভারত-শ্রীলঙ্কা  ক্রিকেট উৎসব। ছয় বছর পর একদিনের ম্যাচ ইডেনে। প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে লেজার শোয়ের ব্যবস্থা। বিসিসিআই থেকে অনুমতি পেল সিএবি। মুখ্যমন্ত্রীকে ম্যাচে আমন্ত্রণ জানানো হয়েছে। আধুনিক মানের প্রেস বক্স তৈরি ইডেনে। ভারত শ্রীলঙ্কা ম্যাচ থেকেই উদ্বোধন হবে নয়া প্রেস বক্সের। রাজ্যপালকে আমন্ত্রণ জানানো হলেও তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন। ম্যাচের উদ্বোধনে ইডেন বেল বাজিয়ে শুরু করবেন শ্রীলংকার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
একে নতুন বছর, শীতের আমেজ, উৎসবের মরসুম। তারউপর দীর্ঘ দিন পর ইডেন গার্ডেন্সে ভারত বনাম শ্রীলঙ্কার একদিনের ম্যাচ। ১২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ম্যাচে কলকাতায় মখোমুখি হবে টিম ইন্ডিয়া ও লঙ্কান লায়ন্সরা। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তিলোত্তমার ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আর রবিবার থেকেই এই মেগা ম্যাচের টিকিট বিক্রি শুরু করে দিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
advertisement
সিএবির তরফে জানানো হয়েছে প্রথমে অনলাইন ও কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট দেওয়া হয়েছে। অনলাইনে বুক মাই শো-তে পাওয়া যাচ্ছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচের টিকিট। এছাড়া অফ লাইনে কাউন্টার থেকেও টিকিট দেওয়া শুরু হয়েছে। রবিবার থেকে শুরু করে ম্যাচের আগের দিন বুধবার পর্যন্ত টিকিট বিক্রি করবে সিএবি। এই ম্যাচের জন্য ৩টি দামের টিকিট রয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। টিকিট বিক্রির প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে চাহিদা রয়েছে।
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ছয় বছর পর ইডেনে ওয়ান ডে! থাকছে লেজার শো, আমন্ত্রিত মুখ্যমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement