Ballon D'or 2024: হল না ভিনিসিয়াস জুনিয়রের স্বপ্নপূরণ! ব্যালন জিতলেন স্পেনের রদ্রি

Last Updated:

Ballon D'or 2024:বিশ্ব ফুটবলে হারানো আসন পুনরুদ্ধারে নেমেছে স্পেন। সাম্প্রতিক সময়ে স্প্যানিশ আর্মাডাদের সাফল্য সেই কথাই বলছে। উইরো কাপ জয়, ছোটদের বিশ্বকাপ জয়ের পর এবার ব্যালন ডি'অরও গেল স্পেনের ঘরে।

বিশ্ব ফুটবলে হারানো আসন পুনরুদ্ধারে নেমেছে স্পেন। সাম্প্রতিক সময়ে স্প্যানিশ আর্মাডাদের সাফল্য সেই কথাই বলছে। উইরো কাপ জয়, ছোটদের বিশ্বকাপ জয়ের পর এবার ব্যালন ডি’অরও গেল স্পেনের ঘরে। ব্যালন ডি’অর জিতলেন স্পেনের রদ্রি। ফ্রান্স ফুটবল পত্রিকার বিচারে ২০২৪-র সেরা ফুটবলার হলেন ম্যাঞ্চেস্টার সিটির তারকা ফুটবালার।
বিগত কয়েক দিন ধরেই ব্যালন কে জিততে পারে তা নিয়ে চলছিল জোর চর্চা। অনেকেই একপ্রকার ধরেই নিয়েছিলেন ব্রাজিল তারকা রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র পাবেন এবারের ব্যালন। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় অঙ্ক। শোনা যায় ভিনি নয়, ব্যালন ডি’অর পেতে চলেছেন স্পেনেপ রদ্রি। অবশেষে সত্যি হল সেটাই। সেরার সেরা নির্বাচিত হলেন রদ্রি।
advertisement
স্পেনের ইউরো কাপ জয়ের নায়ক ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা প্লেয়ারও হন। এছাড়া ম্যাঞ্চেস্টার সিটির ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই মিডফিল্ডারের। গোটা মরশুমে ১২টি গোলের পাশাপাশি ১৫টি অ্যাসিস্টও রয়েছে তাঁর নামে। আর ৬৪ বছর পর ব্যালন ডি’অর পেলেন কোনও স্প্যানিশ। শেষবার ১৯৬০ সালে এই পুরস্কার পেয়েছিলেন স্পেন।
advertisement
advertisement
প্রায় দুই দশক ধরে ব্যালন ডি’অরে দাপট ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনল্ডোর। কে কতবার এই পুরস্কার পায় তা নিয়ে ছিল লড়াই। মেসি অবশ্য ৮ বার পেয়ে রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে। কিন্তু কিন্তু ১৬ বছর এই প্রথম পুরস্কারের কোনও বিভাগেই নাম ছিল না মেসি ও রোনাল্ডোর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ballon D'or 2024: হল না ভিনিসিয়াস জুনিয়রের স্বপ্নপূরণ! ব্যালন জিতলেন স্পেনের রদ্রি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement