কটকেই সিরিজ পকেটে পুরলেন ডু-প্লেসিরা

Last Updated:

কটকেই টি-২০ সিরিজে জিতে নিল দক্ষিণ আফ্রিকা ৷ এদিন ৬ উইকেটে ম্যাচ জিতলে তারা ৷

ভারত: ৯২ (১৭.২ ওভার )
দক্ষিণ আফ্রিকা : ৯৬/৪ (১৭.১ ওভার)
১৭ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয়ী দক্ষিণ আফ্রিকা ৷ টি-২০ সিরিজ জিতলেন ডু-প্লেসিরা ৷
advertisement
#কটক:  ধরমশালায় ২০০ রান করেও জেতা হয়নি ৷ এর জন্য হিমাচল প্রদেশের শহরের শিশিরকেই খলনায়ক বানানো হয়েছিল ৷ সোমবার কিন্তু পরিস্থিতি ছিল পুরো অন্যরকম ৷ গোটা পূর্বভারতেই বছরের এই সময় রাতে শিশির প্রায় পড়ে না বললেই চলে ৷ তাই কটকে স্পিনারদের বল গ্রিপ-টিপ জাতীয় অসুবিধা  একেবারেই হওয়ার কথা ছিল না ৷ কিন্তু বাস্তবে এদিন বারাবাটি স্টেডিয়ামে দেখা গেল অন্য দৃশ্যই ৷ বোলাররা নিজেদের বোলিং-এর উন্নতি করবেন কী, ব্যাটসম্যানরাই খেলা শেষ করে এলেন মাঠে ! টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৯২ রানেই অলআউট হয়ে গেল মেন ইন ব্লু’রা ৷ ‘দর্শক বাধা’ টপকেও অনায়াসে ৬ উইকেটে ম্যাচ জিতলে দক্ষিণ আফ্রিকা ৷ সেইসঙ্গে টি-২০ সিরিজও নিজেদের পকেটে পুরলেন তাঁরা ৷
advertisement
Virat Kohli
গত ম্যাচের মতো সোমবারও টস ভাগ্য সঙ্গ দেয়নি এমএসডি-র ৷ তবে টস হারলেও ভারতীয় ব্যাটসম্যানরা যে এদিন এমন অসহায় আত্মসমর্পন করবেন, সেটা হজম করাটা সত্যি কঠিন ৷ ভারতের ইনিংসের সর্বোচ্চ রান দু’জনের ৷ আগের ম্যাচে সেঞ্চুরিকারি রোহিতের পাশাপাশি রায়নাও করলেন ২২ রান ৷ বাকিদের কথা যতটা কম বলা যায় ততোই ভালো ৷ কোহলি, রায়ডু, প্যাটেলদের ব্যাটিং দেখে মনেই হয়নি যে এটা ভারতের জন্য মরণ-বাঁচনের ম্যাচ ছিল ৷ তাও বিপক্ষে যদি একটা ডেল স্টেইন বা মর্নি মর্কেল নামক কোনও ‘জুজু’ থাকত ৷ তাহলেও ভাবা যেত ৷ কিন্তু মর্নির ভাই অ্যালবি মর্কেলের বোলিং-এই এদিন কুপোকাৎ টিম ইন্ডিয়া ৷ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি ৷ সেইসঙ্গে কোহলি এবং ‘ইনফর্ম’ ব্যাটসম্যান রোহিতের রান আউট হওয়াটাও এদিন একটা বড় ফ্যাক্টর ভারতের জন্য ৷
advertisement
রান তাড়া করতে নেমে একেবারেই কোনও সমস্যায় পড়তে হয়নি ডেভিলিয়ার্সদের ৷ অশ্বিন ৩ উইকেট নিয়ে কিছুটা চাপ বাড়ালেও ১৭ বল বাকি থাকতেই নিজেদের লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়ারা ৷ মাঝে দর্শকদের মাঠে বোতল ছোঁড়ার কারণে প্রায় আধ ঘণ্টা খেলা বন্ধ ছিল ৷ সেইসময়েও দক্ষিণ আফ্রিকা অধিনায়ক বা ম্যানেজারকে যতোটা মাঠে নেমে তৎপর হতে দেখা গিয়েছে ৷ ভারতীয় শিবিরে ছবিটা ছিল পুরো উল্টো ৷ ম্যাচের আগের দিন অধিনায়ক ধোনির মাঠে মাথা গরম করা থেকে শুরু করে সোমবার গোটা দলের এই হতশ্রী পারফরম্যান্স ৷মাঠে সত্যি বোতল কেন, পচা ডিম যে দর্শকরা ছোঁড়েননি, এটাই ভাগ্য ভালো বলতে হবে ক্যাপ্টেন কুল অ্যান্ড কোম্পানির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কটকেই সিরিজ পকেটে পুরলেন ডু-প্লেসিরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement