South Dinajpur News: ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা জেলায়! ব্রাজিল ডেনমার্কে ক্ষুদে ফুটবলাররা
- Published by:Sudip Paul
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
South Dinajpur News: দক্ষিণ দিনাজপুরের ক্ষুদে খেলোয়াড়রা ফুটবল খেলতে ব্রাজিল বা ডেনমার্কের মত দেশে পাড়ি দেবে তা কল্পনা করাও কঠিন। দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবলারদের এই স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাট সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে।
দক্ষিণ দিনাজপুর: বাংলার ফুটবল বললে প্রথমেই আসে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের কথা। সেই তালিকায় মহামেডান স্পোর্টিং ক্লাবেরও নাম জুড়েছে ৷ কিন্তু কলকাতা থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে দক্ষিণ দিনাজপুরের ক্ষুদে খেলোয়াড়রা ফুটবল খেলতে ব্রাজিল বা ডেনমার্কের মত দেশে পাড়ি দেবে তা কল্পনা করাও কঠিন। দক্ষিণ দিনাজপুর জেলার ফুটবলারদের এই স্বপ্ন পূরণ হতে চলেছে বালুরঘাট সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উদ্যোগে।
জেলায় সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ফুটবল খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ প্রতিভা সন্ধান ক্যাম্প। জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে। মোট ৩৫০ জন শিশু ও কিশোর খেলোয়াড় এই শিবিরে উপস্থিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ৮০ জন মেয়ে।
advertisement
এবিষয়ে সুকান্ত মজুমদার জানান,”জেলার প্রতিটি কোণায় যেসব শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ এবং প্রতিভা রয়েছে, তাদের খুঁজে বের করাই এই শিবিরের মূল লক্ষ্য। তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়াই নয়, ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে।” শিবিরে উপস্থিত আন্তর্জাতিক মানের কোচ মলয় সেনগুপ্ত জানান,”প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা নজরে এসেছে, তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে।”
advertisement
advertisement
সুকান্ত মজুমদার আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তের মুম্বইয়ে অবস্থিত ফুটবল একাডেমির জন্য দক্ষিণ দিনাজপুর জেলা থেকে প্রতিভা অন্বেষণের অনুরোধ জানানোয়, এদিন বালুরঘাটে টাউন ক্লাব ময়দানে বাছাইপর্ব থেকে ছয় জনকে নেওয়া হবে। যেসব খেলোয়াড়রা উপযুক্ত বলে বিবেচিত হবেন, তাদের রাজ্যের বাইরে গিয়ে উন্নতমানের কোচিংয়ের ব্যবস্থা করা হবে। এই ধরনের ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে।
advertisement
সুস্মিতা গোস্বামী
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 7:02 PM IST