Sourav Ganguly: সৌরভের পরিবারে খুশির খবর ! অর্থনীতিতে গ্রাজুয়েট হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন মহারাজ

Last Updated:

গ্রাজুয়েশন সম্পন্ন সৌরভ কন্যা সানার।  অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য UCL ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন সানা। 

সৌরভের পরিবারে খুশির খবর ! অর্থনীতিতে গ্রাজুয়েট হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন মহারাজ
সৌরভের পরিবারে খুশির খবর ! অর্থনীতিতে গ্রাজুয়েট হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন মহারাজ
কলকাতা: বেহালার গঙ্গোপাধ্যায় পরিবারে খুশির খবর। ‌পড়াশোনার আরও একধাপ সম্পূর্ণ করলেন বাড়ির মেয়ে। গ্র্যাজুয়েশন সম্পন্ন সৌরভ কন্যা সানার।  অর্থনীতি নিয়ে পড়াশোনা করার জন্য UCL ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলেন সানা। ২০১৯ সাল থেকে লন্ডনেই থাকেন সৌরভ কন্যা। সানার গ্রাজুয়েশনের পর সাফল্যের দিনে পাশে থাকতে এবার লন্ডনে পাড়ি দিলেন মহারাজ।
মেয়ের কনভোকেশনে উপস্থিত থাকতেই ইংল্যান্ড গেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সকালে ইংল্যান্ড উড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় তিন সপ্তাহের জন্য ইংল্যান্ডে থাকবেন মহারাজ। সেপ্টেম্বরের ২৩ বা ২৪ তারিখ নাগাদ ফেরার কথা সৌরভের। আগামী ৬ সেপ্টেম্বর সানার বিশ্ববিদ্যালয় কনভোকেশন অনুষ্ঠান আয়োজিত হবে। সেই মুহূর্তের সাক্ষী থাকার জন্য মেয়ের কাছে গেলেন সৌরভ। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় কয়েকদিন আগেই ইংল্যান্ডে গিয়েছেন। ৬ তারিখ সৌরভ এবং ডোনা দু’জনেই উপস্থিত থাকবেন সানার  কনভোকেশন অনুষ্ঠানে।
advertisement
advertisement
গ্রাজুয়েশন শেষ হলেও আরও উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে থাকবেন সৌরভ কন্যা। পাশাপাশি চাকরি করবেন সানা। তবে পুজোর সময় কলকাতায় আসার কথা। সৌরভ ডোনার ইচ্ছেতেই পুজোর সময় বেশ কয়েকদিন কলকাতায় থাকবেন তাঁদের মেয়ে। দিন কয়েক আগে নিজের জন্মদিন পালন করার পরেই ইংল্যান্ডে পাড়ি দিয়েছেন ডোনা। মেয়ের পছন্দের বেশ কিছু খাবার কলকাতা থেকে নিজের সঙ্গে করে নিয়ে গেছে সৌরভ পত্নী। সেই তালিকায় নাকি মুড়িও রয়েছে। সানার কনভোকেশন হয়ে গেলে সপরিবারে কয়েক দিন ইংল্যান্ডে ছুটি কাটাবেন।
advertisement
ইংল্যান্ডে কয়েক বছর আগেই নিজের একটি বাড়ি কিনেছেন সৌরভ। নিজের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠান সেই বাড়িতেই পালন করেছিলেন। মেয়ের সঙ্গে ছুটি কাটানোর পর ভারতে ফিরবেন দাদা। বিশ্বকাপের সময় দেশের মাটিতেই থাকবেন সৌরভ। আগামী ৩০ সেপ্টেম্বর সিএবির বার্ষিক সাধারণ সভা। সেই অনুষ্ঠানে যোগ দেবেন সৌরভ। সেই দিন থেকেই সৌরভের জনপ্রিয় টেলিভিশন শ্যুটিং শুরু হচ্ছে বলে খবর। দাদাগিরি শ্যুটিং শুরু হবে ৩০ সেপ্টেম্বর। পাশাপাশি আসন্ন আইপিএলের জন্য দিল্লির দল নিয়েও কাজ করবেন সৌরভ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভের পরিবারে খুশির খবর ! অর্থনীতিতে গ্রাজুয়েট হলেন সানা, মেয়ের কাছে লন্ডনে গেলেন মহারাজ
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement