‘‘ আমি ইন্টারভিউ দেওয়ার সময় সৌরভ উপস্থিত ছিলেন না ’’: শাস্ত্রী
Last Updated:
কোচ হওয়ার দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী রবি শাস্ত্রী জানান, তাঁর ইন্টারভিউয়ের সময় নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেনই না !
#কলকাতা: ভারতীয় দলের হেড কোচ নির্বাচনের প্রক্রিয়া একেবারেই ছোট ছিল না ৷ অনেক দিন ধরেই বাছাই পর্ব চলার পর অবশেষে অনিল কুম্বলেকেই ধোনি-কোহলিদের নতুন হেড স্যর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই ৷ এই বাছাইয়ের দায়িত্বটা বোর্ড পুরোপুরি দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর এবং সঞ্জয় জাগদালেকে নিয়ে তৈরি কমিটির উপর ৷
কোচের পদে জমা পড়া মোট ৫৭ টি বায়োডেটা থেকে অবশেষে সেরাকেই বেছে নিয়েছেন সৌরভদের এই কমিটি ৷ কিন্তু ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ হওয়ার দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী রবি শাস্ত্রী জানান, তাঁর ইন্টারভিউয়ের সময় নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেনই না ! এই খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এখন সর্বত্র ৷
advertisement
ঘটনাচক্রে কোচ সিলেকশনের ইন্টারভিউ পর্বের দিনই আবার সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠক থাকায় প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলে যেতে হয়েছিল সেখানে ৷ শহরের পাঁচ তারা হোটেল থেকে বিকেলে ৫টা নাগাদ যখন মহারাজ বেরোন ঠিক ওই সময়েই শাস্ত্রী ইন্টারভিউ হয় ভিডিও কনফারেন্সে ৷ ছুটি কাটাতে ওই সময়টা শাস্ত্রী থাইল্যান্ডে থাকায় সশরীরে ইন্টারভিউতে হাজির থাকতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তণ টিম ডিরেক্টর ৷ কিন্তু কুম্বলে, মুডি, লালচাঁদ রাজপুত, প্রবীণ আমরে প্রত্যেকের ইন্টারভিউ নিলেও শাস্ত্রীর ইন্টারভিউর সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি এখন নতুন বিতর্ক উসকে দিয়েছে ৷
advertisement
advertisement
নিজের ইন্টারভিউ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘‘ মিটিংটা দারুণ হয়েছিল ৷ ভিভিএস, সচিন, সঞ্জয়রা আমাকে কয়েকটা দারুণ প্রশ্ন করেন ৷ ওরা জানতে চাইছিল সব ফর্ম্যাটে ভারতীয় দলের জন্য আমার কি কি পরিকল্পনা রয়েছে ৷ পেস বোলারদের সম্পর্কেই বা আমরা কী ভাবি ৷ সৌরভ সেখানে ছিলেন না ৷’’
মহারাজ কেন ইন্টারভিউ পর্বে ছিলেন না ৷ রিপোর্টারের এই প্রশ্নে শাস্ত্রী বলেন, ‘‘ দেখুন সেটা তো আমি ওদের জিজ্ঞেস করতে পারি না ৷ আমাকে যা প্রশ্ন করা হয়েছিল আমি সেগুলিরই জবাব দিয়েছিলাম ৷ আর আমি আগেও বললাম যে দারুণ কয়েকটা প্রশ্ন আমাকে ওরা তিন জনই করেছিলেন ৷ সত্যি দারুণ মিটিংটা হয়েছিল ওইদিন ৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 25, 2016 4:45 PM IST