‘‘ আমি ইন্টারভিউ দেওয়ার সময় সৌরভ উপস্থিত ছিলেন না ’’: শাস্ত্রী

Last Updated:

কোচ হওয়ার দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী রবি শাস্ত্রী জানান, তাঁর ইন্টারভিউয়ের সময় নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেনই না !

#কলকাতা:  ভারতীয় দলের হেড কোচ নির্বাচনের প্রক্রিয়া একেবারেই ছোট ছিল না ৷ অনেক দিন ধরেই বাছাই পর্ব চলার পর অবশেষে অনিল কুম্বলেকেই ধোনি-কোহলিদের নতুন হেড স্যর হিসেবে বেছে নিয়েছে বিসিসিআই ৷ এই বাছাইয়ের দায়িত্বটা বোর্ড পুরোপুরি  দিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, সচিন তেন্ডুলকর এবং সঞ্জয় জাগদালেকে  নিয়ে তৈরি কমিটির উপর ৷
কোচের পদে জমা পড়া মোট ৫৭ টি বায়োডেটা থেকে অবশেষে সেরাকেই বেছে নিয়েছেন সৌরভদের এই কমিটি ৷ কিন্তু ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোচ হওয়ার দৌড়ে থাকা আরেক হেভিওয়েট প্রার্থী রবি শাস্ত্রী জানান, তাঁর ইন্টারভিউয়ের সময় নাকি সৌরভ গঙ্গোপাধ্যায় সেখানে উপস্থিত ছিলেনই না ! এই খবরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এখন সর্বত্র ৷
advertisement
ঘটনাচক্রে কোচ সিলেকশনের ইন্টারভিউ পর্বের দিনই আবার সিএবি-র ওয়ার্কিং কমিটির বৈঠক থাকায় প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে চলে যেতে হয়েছিল সেখানে ৷ শহরের পাঁচ তারা হোটেল থেকে বিকেলে ৫টা নাগাদ যখন মহারাজ বেরোন  ঠিক ওই সময়েই শাস্ত্রী ইন্টারভিউ হয় ভিডিও কনফারেন্সে ৷ ছুটি কাটাতে ওই সময়টা শাস্ত্রী থাইল্যান্ডে থাকায় সশরীরে ইন্টারভিউতে হাজির থাকতে পারেননি টিম ইন্ডিয়ার প্রাক্তণ টিম ডিরেক্টর ৷ কিন্তু কুম্বলে, মুডি, লালচাঁদ রাজপুত, প্রবীণ আমরে প্রত্যেকের ইন্টারভিউ নিলেও শাস্ত্রীর ইন্টারভিউর সময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের অনুপস্থিতি এখন নতুন বিতর্ক উসকে দিয়েছে ৷
advertisement
advertisement
নিজের ইন্টারভিউ প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘‘ মিটিংটা দারুণ হয়েছিল ৷ ভিভিএস, সচিন, সঞ্জয়রা আমাকে কয়েকটা দারুণ প্রশ্ন করেন ৷ ওরা জানতে চাইছিল সব ফর্ম্যাটে ভারতীয় দলের জন্য আমার কি কি পরিকল্পনা রয়েছে  ৷ পেস বোলারদের সম্পর্কেই বা আমরা কী ভাবি ৷ সৌরভ সেখানে ছিলেন না ৷’’
মহারাজ কেন ইন্টারভিউ পর্বে ছিলেন না ৷ রিপোর্টারের এই প্রশ্নে শাস্ত্রী বলেন, ‘‘ দেখুন সেটা তো আমি ওদের জিজ্ঞেস করতে পারি না ৷ আমাকে যা প্রশ্ন করা হয়েছিল আমি সেগুলিরই জবাব দিয়েছিলাম ৷ আর আমি আগেও বললাম যে দারুণ কয়েকটা প্রশ্ন আমাকে ওরা তিন জনই করেছিলেন ৷ সত্যি দারুণ মিটিংটা হয়েছিল ওইদিন ৷’’
বাংলা খবর/ খবর/খেলা/
‘‘ আমি ইন্টারভিউ দেওয়ার সময় সৌরভ উপস্থিত ছিলেন না ’’: শাস্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement