Sourav Ganguly: সৌরভের দাদাগিরির নমুনা দেখলেন শোয়েব! বিরাট প্রসঙ্গে বোমা মহারাজের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
মহারাজ পাক তারকাকে মনে করিয়ে দিয়েছেন বিরাট যতদিন পারফর্ম করবেন খেলবেন। এই নিয়ে তৃতীয় ব্যক্তির বক্তব্য বেকার
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কে রসায়ন নিয়ে কম কথা হয় না। দুজনের ঝগড়া থেকে ইগো সমস্যা, হাত না মেলানো এবং পরে আবার হাত মেলানো – সৌরভ বনাম বিরাট সম্পর্ক নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। দুদিন আগে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার জানিয়েছিলেন একদিনের বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলা উচিত নয় বিরাট কোহলির।
তার উচিত শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলা এবং আগামী পাঁচ বছরে সচিনের রেকর্ড ভাঙা। বিরাট কোহলি একদিনের ক্রিকেট খেলা বন্ধ করুন দেখতে চান না সৌরভ। প্রাক্তন প্রতিপক্ষ শোয়েবকে সৌরভ বলেছেন বিরাট কোহলি কোন ফরম্যাটে খেলবে বা খেলবে না সেটা একমাত্র ওই ঠিক করবে। কারণ ও পারফর্ম করছে এখনও।
Shoaib Akhtar and Sourav Ganguly predicts Virat Kohli’s future. What do you say? pic.twitter.com/CEfgjCHgTp
— CricTracker (@Cricketracker) August 19, 2023
advertisement
advertisement
তাই বিরাটের লক্ষ্য কি হওয়া উচিত সেটা অন্য কারও বলে দেওয়ার প্রয়োজন নেই। যদি পারফর্ম না করত, তখন না হয় বলা যেত। কিন্তু বিরাট ভারতের জার্সিতে এখনও মাঠে নামলে যে তাগিদ এবং খিদে দেখায় সেটা অনেকের দেখে শেখা উচিত মনে করেন সৌরভ। আসলে শোয়েব বলতে চেয়েছিলেন বিরাট কোহলির বয়স হচ্ছে। নেহাত প্রচন্ড ফিট বলে তিনটে ফরমেট চালিয়ে যেতে পারছে।
advertisement
তাই পাল্টা দিয়েছেন সৌরভ। মহারাজ পাক তারকাকে মনে করিয়ে দিয়েছেন বিরাট যতদিন পারফর্ম করবেন খেলবেন। এই নিয়ে তৃতীয় ব্যক্তির বক্তব্য বেকার। আসলে সৌরভ বনাম বিরাট লড়াই যতটা না হয়েছিল, তার থেকে বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল মিডিয়াতে।
আসলে দুজনেই দেশের গর্ব। সৌরভ ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। বিরাট নিজে চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিকেটার হিসেবে। ১২ বছর পর দেশের মাটিতে আবার সেই সুযোগ এসেছে কিং কোহলির সামনে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 21, 2023 12:34 PM IST