Sourav Ganguly: সৌরভের দাদাগিরির নমুনা দেখলেন শোয়েব! বিরাট প্রসঙ্গে বোমা মহারাজের

Last Updated:

মহারাজ পাক তারকাকে মনে করিয়ে দিয়েছেন বিরাট যতদিন পারফর্ম করবেন খেলবেন। এই নিয়ে তৃতীয় ব্যক্তির বক্তব্য বেকার

বিরাটের পাশে সৌরভ
বিরাটের পাশে সৌরভ
কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিরাট কোহলির সম্পর্কে রসায়ন নিয়ে কম কথা হয় না। দুজনের ঝগড়া থেকে ইগো সমস্যা, হাত না মেলানো এবং পরে আবার হাত মেলানো – সৌরভ বনাম বিরাট সম্পর্ক নিয়ে কম নিউজপ্রিন্ট খরচ হয়নি। দুদিন আগে পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার জানিয়েছিলেন একদিনের বিশ্বকাপের পর আর ওয়ানডে খেলা উচিত নয় বিরাট কোহলির।
তার উচিত শুধুমাত্র টেস্ট ক্রিকেট খেলা এবং আগামী পাঁচ বছরে সচিনের রেকর্ড ভাঙা। বিরাট কোহলি একদিনের ক্রিকেট খেলা বন্ধ করুন দেখতে চান না সৌরভ। প্রাক্তন প্রতিপক্ষ শোয়েবকে সৌরভ বলেছেন বিরাট কোহলি কোন ফরম্যাটে খেলবে বা খেলবে না সেটা একমাত্র ওই ঠিক করবে। কারণ ও পারফর্ম করছে এখনও।
advertisement
advertisement
তাই বিরাটের লক্ষ্য কি হওয়া উচিত সেটা অন্য কারও বলে দেওয়ার প্রয়োজন নেই। যদি পারফর্ম না করত, তখন না হয় বলা যেত। কিন্তু বিরাট ভারতের জার্সিতে এখনও মাঠে নামলে যে তাগিদ এবং খিদে দেখায় সেটা অনেকের দেখে শেখা উচিত মনে করেন সৌরভ। আসলে শোয়েব বলতে চেয়েছিলেন বিরাট কোহলির বয়স হচ্ছে। নেহাত প্রচন্ড ফিট বলে তিনটে ফরমেট চালিয়ে যেতে পারছে।
advertisement
তাই পাল্টা দিয়েছেন সৌরভ। মহারাজ পাক তারকাকে মনে করিয়ে দিয়েছেন বিরাট যতদিন পারফর্ম করবেন খেলবেন। এই নিয়ে তৃতীয় ব্যক্তির বক্তব্য বেকার। আসলে সৌরভ বনাম বিরাট লড়াই যতটা না হয়েছিল, তার থেকে বেশি ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছিল মিডিয়াতে।
আসলে দুজনেই দেশের গর্ব। সৌরভ ভারতকে বিশ্বকাপের ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। বিরাট নিজে চ্যাম্পিয়ন হয়েছেন ক্রিকেটার হিসেবে। ১২ বছর পর দেশের মাটিতে আবার সেই সুযোগ এসেছে কিং কোহলির সামনে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: সৌরভের দাদাগিরির নমুনা দেখলেন শোয়েব! বিরাট প্রসঙ্গে বোমা মহারাজের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement