Sourav Ganguly: সৌরভের রয়েছে এমন একটি গুণ, যা নেই সচিন-ধোনি-কোহলির, নিজেই জানালেন 'মহারাজ'
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly: রিয়েলিটি শো-এর মঞ্চে এক প্রতিযোগির প্রশ্ন রূপী 'বাউন্সারকে' নিজের ভঙ্গিমায় মাঠের বাইরে পাঠিয়ে যেন বললেন 'বাপি বাড়ি যা'। ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়।
কলকাতা: ক্রিকেট ছেড়েছেন প্রায় দেড় দশক হয়ে গিয়েছে। বর্তমানে ক্রিকেট প্রশাসনেও নেই। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের ‘দাদাগিরি’ কিন্তু থেকে থাকেনি। ২২ গজে তাঁর ‘দাদাগিরি’ যতটা জনপ্রিয় ছিল, ছোট পর্দায় সৌরভের ‘দাদাগিরি’ অনুষ্ঠানও ততটাই জনপ্রিয়। এবার সেই রিয়েলিটি শো-এর মঞ্চে এক প্রতিযোগির প্রশ্ন রূপী ‘বাউন্সারকে’ নিজের ভঙ্গিমায় মাঠের বাইরে পাঠিয়ে যেন বললেন ‘বাপি বাড়ি যা’।
শো-তে আড্ডা চলাকালীন সৌরভকে এক প্রতিযোগি জানতে চান, এমন একটি গুন বলুন যা সচিন তেন্ডুলকর, এমএস ধোনি ও বিরাট কোহলির রয়েছে কিন্তু আপনার নেই। আর এর পাাশাপাশি এমন একটি গুণ জানতে চাওয়া হয় যা সৌরভ গঙ্গোপাধ্যায়ের রয়েছে কিন্তু সচিন-ধোনি-কোহলির নেই।
সৌরভ গঙ্গোপাধ্যায় উত্তরে বলেন, সচিনের মহত্ত্ব, বিরাটের আগ্রাসী মনোভাব এবং ধোনির শান্ত স্বভাব’-তাঁর নেই। সৌরভের উত্তর শুনে সকলেই হাততালি দেন। একইসঙ্গে দ্বিতীয় প্রশ্নের উত্তরে সৌরভ বলেন‘মানিয়ে নেওয়ার ক্ষমতা’। অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের মত মানিয়ে নেওয়া ক্ষমতা অন্য কারও নেই।
advertisement
advertisement
advertisement
প্রশ্নের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের উত্তরে সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে যান। প্রাক্তন ভারত অধিানয়াকের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সকলেই পছন্দ করেছেন এই ভিডিও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 17, 2024 3:03 PM IST