Sourav Ganguly: ক্রিকেটার, প্রশাসক, সঞ্চালক...! এবার কি হতে চান সৌরভ? যা জানালেন, শুনলে অবাক হবেন

Last Updated:

Sourav Ganguly- ভারতীয় দলের কোচ হতে চাই। ফের ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

News18
News18
কলকাতা: ভারতীয় দলের কোচ হতে চাই। ফের ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
‘সুযোগ পেলে অবশ্যই ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চাই।’ ফের একবার ভারতীয় ক্রিকেট দলের কোচ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন সৌরভ। শনিবার প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী প্রকাশের অনুষ্ঠানে এসে জানালেন মহারাজ।
রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের প্রশ্ন ছিল, সৌরভ সব ভূমিকায় সফল। ভারতীয় কোচের ভূমিকায় কবে দেখতে পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, ‘অবশ্যই কোচ হওয়ার ইচ্ছে রয়েছে। আগামিদিনে দেখা যাক কী হয়!’
advertisement
advertisement
অনেক মঞ্চে অনেক রকম মানুষের সঙ্গে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তবে সম্প্রতি অনুব্রত মণ্ডলের সঙ্গে সৌরভকে একই মঞ্চে দেখা যায়। তার পর বিতর্ক। সৌরভ সেই বিতর্কের জবাব দেন। তিনি বলেন, ‘আমি পাবলিক ফিগার। অনেকের সঙ্গে মঞ্চ ভাগাভাগি করি। আমার কারও কাছ থেকে কিছু পাওয়ার নেই। আমাকে নিয়ে অকারণ বিতর্কের মানে নেই।’
advertisement
সৌরভের বাড়িতে এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব গিয়েছেন। সৌরভ তাঁদের সাদরে স্বাগত জানিয়েছেন। তবে রাজনীতির মাঠ থেকে নিজেকে বরাবর সরিয়ে রেখেছেন তিনি। আর হালফিলে তিনি রাজনীতি নিয়ে যে কোনও প্রশ্নও এড়িয়ে যাচ্ছেন।
আরও পড়ুন- গা ছমছমে পরিবেশে দুর্গাপুজোর ছোঁয়া, বসিরহাটের প্রাণের পুজোয় বিরাট চমক!
ক্রিকেটার, সঞ্চালক, প্রশাসক- অনেক ভূমিকায় অবলীলায় দায়িত্ব সামলেছেন সৌরভ। দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর হয়েছেন। তবে সৌরভকে কোচ হিসেবে দেখা যায়নি। প্রশ্ন ছিল, তিনি কি কোচ হতে চান না? কিছুদিন আগে সৌরভ পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, আলাদা আলাদা ভূমিকায় দায়িত্ব পালন করেছি। ক্রিকেট ছাড়ার পর আমি সিএবি প্রেসিডেন্ট হয়েছিল, বিসিসিআই সভাপতি হে দায়িত্ব পালন করেছি। জানি না ভবিষ্যৎ আমার জন্য কী রেখেছে। আমার বয়স এখন ৫০ বছর। আমি কোচিংয়ের জন্য তৈরি। দেখা যাক এর পর কী হয়!
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ক্রিকেটার, প্রশাসক, সঞ্চালক...! এবার কি হতে চান সৌরভ? যা জানালেন, শুনলে অবাক হবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement