Durga Puja 2025: গা ছমছমে পরিবেশে দুর্গাপুজোর ছোঁয়া, বসিরহাটের প্রাণের পুজোয় বিরাট চমক!

Last Updated:

Durga Puja 2025: বাড়ির বাইরের দিক থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত—সব জায়গাতেই থাকবে রহস্য আর ভয়াবহতার ছোঁয়া। প্রতিমাও মিলবে সেই অনুরূপ ভৌতিক আবহের মাঝে, যা অভূতপূর্ব অভিজ্ঞতা এনে দেবে দর্শনার্থীদের।

ছবি প্রতিকী
ছবি প্রতিকী
উত্তর ২৪ পরগণা: গা ছমছমে পরিবেশে দুর্গাপুজোর ছোঁয়া মিলবে বসিরহাটের প্রাণের পুজোয়। দুর্গাপুজোর থিমের দুনিয়ায় এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের ‘প্রাণের পুজো’। এবছর তাদের থিম- হানাবাড়ি। গা ছমছমে অন্ধকার, আলোআধারি পরিবেশ আর ভয়-ভীতি মিশ্রিত এক মনকাড়া অনুভব—এই আবহের মধ্যেই বিরাজ করবেন দশভুজা।
বর্তমানে থিমের পুজো শুধুই মহানগরীর গণ্ডিতে সীমাবদ্ধ নেই। শহরতলি, এমনকি জেলা শহরগুলিও থিম পুজোয় নিজেদের ছাপ রাখছে। বসিরহাট তার ব্যতিক্রম নয়। বিগত কয়েক বছর ধরেই এখানকার বিভিন্ন পুজো মণ্ডপে অভিনব ভাবনার প্রতিফলন দেখা গেছে। এবার সেই ধারাবাহিকতায় ‘প্রাণের পুজো’য় থিমের মাধ্যমে এক নতুন ধারা আনতে চলেছে হানাবাড়ির রহস্যময়তা। এই থিমে দর্শনার্থীদের জন্য তৈরি হচ্ছে এক গা ছমছমে ভৌতিক পরিবেশ। বাড়ির বাইরের দিক থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত—সব জায়গাতেই থাকবে রহস্য আর ভয়াবহতার ছোঁয়া। প্রতিমাও মিলবে সেই অনুরূপ ভৌতিক আবহের মাঝে, যা অভূতপূর্ব অভিজ্ঞতা এনে দেবে দর্শনার্থীদের।
advertisement
advertisement
ইতিমধ্যেই খুঁটি পুজোর মাধ্যমে এই অভিনব থিমের ভিত্তি স্থাপন করা হয়েছে। উদ্যোক্তারা জানাচ্ছেন, হানাবাড়ির থিমের পিছনে তাদের মূল উদ্দেশ্য দর্শনার্থীদের চমকে দেওয়া নয়, বরং একটা ভিন্নতর অভিজ্ঞতার স্বাদ দেওয়া। যাতে তারা ধর্মীয় আবহের সঙ্গে সঙ্গে এক ভিন্ন সংস্কৃতিক অনুভবের মুখোমুখি হতে পারেন।
advertisement
উদ্যোক্তা ভাস্কর মিত্র জানান, এবার দুর্গাপুজোয় যদি আপনি একটু ভয়, একটু কৌতূহল আর পুজোর আনন্দ একসঙ্গে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আসতে হবে বসিরহাটের ‘প্রাণের পুজো’য়। নিশ্চিতভাবেই আপনি ফিরে যাবেন এক অনন্য অভিজ্ঞতা নিয়ে।
advertisement
জুলফিকার মোল্যা 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: গা ছমছমে পরিবেশে দুর্গাপুজোর ছোঁয়া, বসিরহাটের প্রাণের পুজোয় বিরাট চমক!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement