অধীরের 'কঠিন পিচে' কেমন খেলবেন ইউসুফ? নিজস্ব স্টাইলে জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Sourav Ganguly Reaction on Yusuf Pathan TMC Candidate: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হল ইউসুফ পাঠানের নাম। ইউসুফের প্রার্থী হওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

কলকাতা: আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হল ইউসুফ পাঠানের নাম। প্রাক্তন ভারতীয় তারকা ও কেকেআর ক্রিকেটারকে বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে ভোটযুদ্ধে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যা। এবাপ ইউসুফ পাঠানের ভোটে দাঁড়ানো নিয়ে প্রতিক্রিয়া দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অধীর চৌধুরীর প্রতিপক্ষে দাঁড়ানোকে ব্রেট লি বিরুদ্ধে ব্যাট করার সঙ্গে তুলনা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
খেলার জগতের ব্যক্তিত্বদের রাজনীতি আসার মধ্যে কোনও ছুৎমার্গ দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। উল্টে মানুষের কাজ করার জন্য স্বাগত জানিয়ছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন,”ক্রিকেট ব্যক্তিত্বরা রাজনীতিতে আসতেই পারেন। আশা সব সময় ভালো। কীর্তি আজাদ দীর্ঘদিন ধরে রাজনীতিতে আছেন। মানুষের জন্য কাজ করার সুযোগ থাকে। মানুষের জন্য কাজ করবে। ইউসুফ পাঠান কলকাতা খেলেছে। দীর্ঘ দিন কেকেআরের হয়ে খেলেছে। এবার বহরমপুর থেকে দাঁড়াচ্ছে অধীরদার বিরুদ্ধে। অধীর চৌধুরী বনাম ইউসুফ পাঠানের লড়াই অনেকটা ইউসুফকে ব্রেট লির সামনে ব্যাট করার মত।”
advertisement
advertisement
প্রসঙ্গত, ১৯৯৯ সাল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। পাঁচবারের সাংসদ তিনি। বহরমপুরকে অধীর চৌধুরীর গড় বলা হয়ে থাকে। এতদিন নানা চেষ্টা করেও অধীর চৌধুরীকে হারানো যায়নি বহরমপুর আসন থেকে। এবার বিগ হিটার ইউসুফ পাঠান রাজনীতির ময়দানে বড় ছক্কা হাঁকাতে পারেন কিনা সেটাই দেখার। তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
অধীরের 'কঠিন পিচে' কেমন খেলবেন ইউসুফ? নিজস্ব স্টাইলে জবাব দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement