বিসিসিআই সভাপতির পদ খোয়ানোর পর প্রথম প্রতিক্রিয়া, কী বললেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের জায়গায় পরবর্তী বিসিসিআই সভাপতি হতে চলেছেন রজার বিনি। এই বিষয়ে প্রথম প্রতিক্রিয়া দিলেন সৌরভ।
বিসিসিআই সভাপতি হিসেবে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বিদায় নিশ্চৎ হয়ে গিয়েছ। সৌরভের জায়াগায় ভারতীয় ক্রিকেটের মসনদে বসতে চেলছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ী দলের সদস্য় রজার বিনি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে আরও একবার কী রাজনীতির শিকার হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। প্রিয় 'দাদার' সমর্থনে সোচ্চার হয়েছেন সৌরভ ফ্য়ানেরা। অবশেষে এই বিষয়ে মুখ খুললন খোদ সৌরভ গঙ্গোপাধ্য়ায়। নিজের ভবিষ্য়ৎ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
বৃহস্পতিবার একটি বেসরারি ব্য়াঙ্কের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। সেখানে যে বিসিসিআই ও সৌরভের পদ খোয়ানো নিয়ে প্রশ্ন উঠবে সেটাই স্বাভাবি ছিল। বিসিসিআই সভাপতি হিসেবে তার সাফল্য়ের পাশাপাশি জীবনে সফল হওয়ার উপায় সবকিছু নিয়েই অনুষ্ঠানে অকপট উত্তর দিলেন সৌরভ। জীবনের একটা সময় এসে জীবনের সকলকেই প্রত্য়াখ্য়াত হতে হয় বলেও জানান সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
advertisement
প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, 'নিজের উপর বিশ্বাস রাখা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রত্যেককেই জীবনে পরীক্ষায় বসতে হয়, প্রত্যাখ্যাত হতে হয়। তবে নিজের উপর বিশ্বাস কখনও বদলায় না।' এছাড়া নিজের ভবিষ্য় নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়ে সৌরভ বলেন,'সবাই শেষটাই দেখে। কিন্তু বোঝার চেষ্টা করে না যে আমাদের সবাইকে শূন্য থেকে শুরু করতে হয়। প্রশাসক হিসাবে হয়তো আমার এখানেই ইতি। এখন হয়তো আমাকে নতুন ভূমিকায় দেখা যাবে। সেখানেও শূন্য থেকে শুরু করতে হবে।'
advertisement
advertisement
তবে বিসিসিআই সভাপতি হিসেবে নিজের সাফল্য়ের খতিয়ানও তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। দিন-রাতের টেস্ট ম্য়াচ থেকে শুরু করে কোভিডের সময় সাফল্য়ের সঙ্গে আইপিএল আয়োজন, কমনওয়েলথ গেমস ক্রিকেটে মেয়েদের রুপো জয়, বিদেশের মাটিতে ভারতীয় দলের সাফল্য় সবকিছুই এদিনের অনুষ্ঠানে তুলে ধরেছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
বিসিসিআই থেকে বিদায় ঘন্টা বাজার পর সৌরভের ভবিষ্য়ৎ কী হতে চলেছে তা নিয়ে সকলের মনেই জল্পনা চলছিল। আগামিতে কী করতে চলেছে দাদা তা নিয়ে কৌতুহলও ছিল। ভবিষ্য়ৎ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেও খোলাসা করে কিন্তু কিছুই বলেননি সৌরভ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 4:28 PM IST