#নয়াদিল্লি : দল নির্বাচন নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ একদিনের সিরিজ ইংল্যান্ডের কাছে খোয়ানোর পর স্বাভাবিক ভাবেই খুশি নন প্রাক্তনরা ৷ সেই তালিকায় রয়েছেন ভারতের অন্যতম সর্বকালীন সেরা অধিনায়ক ৷
সৌরভ দলে বেশ কিছু রদবদলের প্রস্তাবও দিয়েছেন ৷ দাদা কেএল রাহুল এবং অজিঙ্ক রাহানেকে খেলানোর পক্ষপাতী ৷ সৌরভের মতে রাহুলের নিয়মিত ভাবে চার নম্বরে ব্যাট করা উচিত ৷
দীনেশ কার্তিককে ওপরে খেলানো একেবারেই পছন্দ নয় সৌরভের ৷ তাঁর মতে পাঁচ , ছয় ও সাত নম্বরে রায়না, ধোনি ও কার্তিককে খেলালে দলের জন্য ভালো ৷ সেক্ষেত্রে চার নম্বরে রাহুলের খেলা টা ভালো ৷
আরও পড়ুন- গুরু-শিষ্যের পূণর্মিলন! জুভেন্তাসের পথে জিদান
কোনও রাখঢাক না করে সৌরভ চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন , দক্ষিণ আফ্রিকায় ভারতীয় দলের সিরিজ জয়ের মুখ্য কারিগর বিরাট কোহলি ৷ ৬ টি ম্যাচের ৩ টিতে শতরান করেছিলেন তিনি তাই দল জিতেছিল ৷ ইংল্যান্ডে বিরাটের ব্যাটে শতরান নেই ৷ তাই দলও সিরিজ খুইয়েছে ৷
সৌরভের মতে দলের অত্যধিক বিরাট ও রোহিত নির্ভরতাই কাল হচ্ছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ajinkya Rahane, England, India, K.L Rahul, Sourav Ganguly