সৌরভ-ডোনার সঙ্গে লন্ডনের রাস্তায় হঠাৎ দেখা তৃণমূল বিধায়কের! কী কথা হল!

Last Updated:

Sourav Ganguly meets Sohom Chakroborty: লন্ডনের রাস্তায় তৃণমূল বিধায়কের সঙ্গে দেখা সৌরভের।

#লন্ডন: হঠাৎ দেখা চারজনের। তাও কি না আবার লন্ডনের রাস্তায়! আর সেই ছবি তাঁরা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী ডোনার সঙ্গে লন্ডনের রাস্তায় দেখা তৃণমূল বিধায়ক সোহম এবং তাঁর স্ত্রী তনয়ার। ‘দাদা’র সঙ্গে কাটানো সেই কিছুটা মুহূর্ত স্মৃতিতে তুলে রাখলেন টলিউডের নায়ক সোহম।
মেয়ে সানা এখন পড়াশোনার জন্য থাকেন লন্ডনে। ফলে সৌরভ ও ডোনার প্রায়ই লন্ডনে যেতে হয়। এবারও তাঁরা সানার সঙ্গে দেখা করতেই সেখানে গিয়েছিলেন। আর সোহম কাজের সূত্রে গিয়েছিলেন সেখানে। হঠাৎ করেই সোহম ও তাঁর স্ত্রীর সঙ্গে দেখা হল সৌরভ-ডোনার।
advertisement
advertisement
আরও পড়ুন- মৃত সন্তান এবং বাবার চিতাভস্ম বাড়িতে রেখেছেন রোনাল্ডো! বিশ্বকাপে নতুন প্রতিজ্ঞা মহাতারকার
বিসিসিআই সভাপতির পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে প্রশাসক সৌরভকে এবার দেখা যাবে আইসিসিতে নতুন দায়িত্বে। যদিও আইসিসি প্রেসিডেন্ট পদে থাকার স্বপ্ন দেখেছিলেন সৌরভ। তবে তাঁর সেই স্বপ্ন আপাতত পূরণ হচ্ছে না। যদিও মহারাজ তা নিয়ে চিন্তিত নন বলেই জানিয়েছিলেন।
advertisement
পরের পদক্ষেপের দিকে তাঁর লক্ষ্য। সৌরভ এমনটাই জানিয়েছিলেন। প্রিন্স অফ ক্যালকাটা এটাও জানান, তিনি কখনওই অতীত আঁকড়ে থাকার মানুষ নন। জীবনে নতুন কিছুর আশায় তিনি থাকেন সর্বক্ষণ। আর সেই লক্ষ্যেই আবার এগিয়ে চলেছেন সৌরভ। এরই মধ্যে অবশ্য শোনা গিয়েছিল, সৌরভ সিএবি নির্বাচনে লড়বেন। তবে সেই জল্পনাও সত্যি হয়নি।
সৌরভ আপাতত সব কিছু থেকে অনেক দূরে লন্ডনে ছুটি কাটাচ্ছেন। মহারাজ আগেই জানিয়েছিলেন, কাতারে ফুটবল বিশ্বকাপ দেখতে যাবেন। তবে তার আগে মেয়ের সানার সঙ্গে দেখা করতে লন্ডনে হাজির সৌরভ ও ডোনা।
advertisement
আরও পড়ুন- কাতার বিশ্বকাপে খেলতে চলা এশিয়ার সেরা ফুটবলারদের চেনেন ? না জানলে দেখে নিন
লন্ডনে এখন বেশ ঠাণ্ডা। তাই ছবিতে সৌরভ-ডোনা, সোহম ও তাঁর স্ত্রীকেও দেখা যাচ্ছে শীতের পোশাক গায়ে। সোহম ছবিতে লিখলেন, ধন্যবাদ দাদা ও ডোনাদি এমন একটা সন্ধ্যে উপহার দেওয়ার জন্য। খুব ভাল সময় কাটালাম।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সৌরভ-ডোনার সঙ্গে লন্ডনের রাস্তায় হঠাৎ দেখা তৃণমূল বিধায়কের! কী কথা হল!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
  • শীতের আমেজ !

  • কলকাতায় রাতের তাপমাত্রা নামবে

  • দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement