Sourav Ganguly: ভারতের এশিয়া কাপ জয়ের পর বড় মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Sourav Ganguly: বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয় টিম ইন্ডিয়ার। অষ্টমবারের জন্য এশিয়া সেরা হওয়ার পর ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ গঙ্গোপাধ্যায়
সৌরভ গঙ্গোপাধ্যায়
কলকাতা: এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার থেকে শক্তিতে যে অনেকটা এগিয়ে থেকে শুরু করবে ভারতীয় দল তা সকলেরই জানা ছিল। কিন্তু ঘরের মাঠে মেগা ফাইনালে লঙ্কান লায়ন্সরা লড়াই দেবে মনে করেছিল অনেকেই। কিন্তু ফাইনাল যে এমন একতরফা হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। অষ্টমবারের জন্য এশিয়া সেরা হওয়ার পর ভারতীয় দলের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।
এশিয়া কাপ শুরুর আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন এই ভারতীয় দল খুবই শক্তিশালী। চ্যাম্পিয়ন হওয়ার প্রধান দাবিদার। আর ভারত এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর কার্যত সেই কথাই আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সৌরভ। নিজের ‘এক্স’ (পূর্বে ট্যাুইটার) অ্যাকাউন্টে পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,”আমি শুরুতেই বলেছিলাম.. এটি খুবই শক্তিশালী একটি দল.. পুরো টুর্নামেন্ট জুড়ে ওরা অসাধারণ ছিল.. ওয়েল ডান টিম ইন্ডিয়া.. রোহিত শর্মার এটি দ্বিতীয় এশিয়া কাপ শিরোপা.. ওয়েল ডান রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক এবং বিসিসিআই-এ সব সদস্যরা।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ভারতের এশিয়া কাপ জয়ের পর বড় মন্তব্য করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement