Sourav Ganguly: `সৌরভ না থাকলে ধোনি হত না'! দাদার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য বীরুর

Last Updated:

বীরু মনে করেন সৌরভের জায়গায় অন্য কোনও অধিনায়ক থাকলে সে হয়তো চট করে নিজের জায়গা ছেড়ে দিত না ধোনিকে

সৌরভ না থাকলে ধোনি হত না! দাদার জন্মদিনে বীরুর শ্রদ্ধার্ঘ্য
সৌরভ না থাকলে ধোনি হত না! দাদার জন্মদিনে বীরুর শ্রদ্ধার্ঘ্য
দিল্লি: সৌরভ গঙ্গোপাধ্যায় না থাকলে হয়তো মহেন্দ্র সিং ধোনিকে ভারতীয় ক্রিকেট খুঁজে পেত না। এই কথা আগেও বলেছেন বীরেন্দ্র সেহওয়াগ। সৌরভ না থাকলে হয়তো চাপা পড়ে থাকতেন মাহি। সৌরভ যদি নিজের তিন নম্বর জায়গা ছেড়ে না দিতেন তাহলে ব্যাট হাতে ধোনি কি করতে পারেন সেটা হয়তো দেখতে পেতেন না অনেকেই। আর কেউ স্বীকার করুন না করুন স্বীকার করেন বীরেন্দ্র সেহওয়াগ। আজ সৌরভের ৫১ তম জন্মদিন।
জীবনের ইনিংসে দাদা এগিয়ে চলেছেন তার সুন্দর কভার ড্রাইভের মত। বিসিসিআই এবং আরও অনেক ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন। যুবরাজ সিং থেকে শুরু করে ইরফান পাঠান প্রত্যেকেই তাদের প্রিয় দাদাকে শ্রদ্ধা জানিয়েছেন। বীরু মনে করেন সৌরভের জায়গায় অন্য কোনও অধিনায়ক থাকলে সে হয়তো চট করে নিজের জায়গা ছেড়ে দিত না ধোনিকে।
advertisement
advertisement
বিশ্ব ক্রিকেট মাহির ধামাকা দেখতে পেয়েছে ঠিক কথা। পাকিস্তানের সামনে ১৪৮ এবং শ্রীলংকার বিরুদ্ধে ১৮৩ ভোলা সম্ভব নয় ধোনির। কিন্তু এর নেপথ্যে নায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুধু বীরু নয়, এর আগে হরভজন সিং স্বীকার করেছেন সৌরভ না থাকলে তাদের দলে জায়গা হত না। সৌরভ ছিলেন বলেই আজ তারা তারকা হতে পেরেছেন।
advertisement
নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পেরেছেন। এমন একজন অধিনায়ক যার জন্য ক্রিকেটাররা সবকিছু করতে রাজি ছিল। এমন একজন অধিনায়ক যে নিজের জায়গা কঠিন করেও দলের ক্রিকেটারদের জন্য লড়াই করত বোর্ডের কর্তাদের সঙ্গে। আজ সৌরভের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। সৌরভের সুস্থ শরীর এবং মঙ্গল কামনা জানিয়েছেন তিনি। তাড়াতাড়ি সৌরভের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন জয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: `সৌরভ না থাকলে ধোনি হত না'! দাদার জন্মদিনে বিশেষ শ্রদ্ধার্ঘ্য বীরুর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement