Sourav Ganguly: ভেঙে পড়েছেন দাদা! আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় শোক প্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের

Last Updated:

Sourav Ganguly Expresses Condolences On Ahmedabad plane crash:ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

News18
News18
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও ধ্বংসাত্মক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করা সেই বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটি আহমেদাবাদের মেঘানিনগরে একটি মেডিক্যাল কলেজ কমপ্লেক্সে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ মুহূর্তের ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছে গোটা দেশ।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,“আজ আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় প্রভাবিত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার অন্তরের প্রার্থনা রইল।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকেই সরকারি উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। তবে আগুন ও ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav Ganguly: ভেঙে পড়েছেন দাদা! আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় শোক প্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement