Sourav Ganguly: ভেঙে পড়েছেন দাদা! আহমেদাবাদের প্লেন দুর্ঘটনায় শোক প্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly Expresses Condolences On Ahmedabad plane crash:ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার আহমেদাবাদে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যা দেশের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম মর্মান্তিক ও ধ্বংসাত্মক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, গ্যাটউইকের উদ্দেশ্যে যাত্রা করা সেই বিমানে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানটি আহমেদাবাদের মেঘানিনগরে একটি মেডিক্যাল কলেজ কমপ্লেক্সে আছড়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে। সেই ভয়াবহ মুহূর্তের ছবি ও ভিডিও দেখে আঁতকে উঠেছে গোটা দেশ।
এই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকাহত গোটা দেশ। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সোশ্যল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন,“আজ আহমেদাবাদে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। দুর্ঘটনায় প্রভাবিত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার অন্তরের প্রার্থনা রইল।”
advertisement
advertisement
Deeply saddened by the tragic plane crash in Ahmedabad today. My heartfelt prayers go out to the families and loved ones of those affected. May they find strength in this time of immense grief.
— Sourav Ganguly (@SGanguly99) June 12, 2025
advertisement
আরও পড়ুনঃ IND vs PAK: ভারতের পিছনে বড় ‘ষড়যন্ত্র’ করছে পাকিস্তান! বিসিসিআইকে চাপে ফেলতে এত নীচে নামল পিসিবি?
প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পর থেকেই সরকারি উদ্ধারকারী দল উদ্ধারকাজ চালাচ্ছে। তবে আগুন ও ধোঁয়ার কারণে প্রাথমিকভাবে উদ্ধারকাজ ব্যাহত হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ডিজিসিএ এবং এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ঘটনায় এখনও পর্যন্ত এক জনের বেঁচে থাকার খবর পাওয়া গিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2025 10:12 AM IST