Sourav and Arijit: সস্ত্রীক অরিজিতের সঙ্গে দেখা সৌরভের, দক্ষিণ আফ্রিকায় কোচিং করাতে যাওয়ার পথে খোশমেজাজের সেলফি

Last Updated:

Sourav Ganguly and Arijit Singh: ২৬ ডিসেম্বর দাদা-র নতুন ইনিংস, দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগে কোচিং করাবেন সৌরভ

সৌরভের সঙ্গে ফ্লাইটে দেখা হল অরিজিৎ সিংয়ের
সৌরভের সঙ্গে ফ্লাইটে দেখা হল অরিজিৎ সিংয়ের
কলকাতা: দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে উড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), সেখানেই বিমানে দেখা হয়ে যায় সস্ত্রীক অরিজিৎ সিংয়ের (Arijit Singh) সঙ্গে। সেখানেই তাঁরা সেলফিও তোলেন৷
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে চলা SA20 লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের কোচ হিসেবে উড়ে যাচ্ছিলেন তখনই বিমানে দেখা হল সস্ত্রীক Arijit Singh-এর সঙ্গে। নিজেই হাতে করে ফোন ধরে সেলফি তোলেন দাদাই। কোচ হিসেবে SA20 তে প্রথমবার দায়িত্ব সামলানোর চ্যালেঞ্জ নিতে তৈরি সৌরভ। সৌরভের সঙ্গে অরিজিৎ সিংয়ের পরিচয় দীর্ঘদিনের। অরিজিৎ সিং জনপ্রিয় হওয়ার আগেই সৌরভের সঙ্গে পরিচয় হয়েছিল। সৌরভের জনপ্রিয় শো দাদাগিরির টাইটেল সং অরিজিৎ গেয়েছিলেন৷
advertisement
advertisement
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের আসন্ন চতুর্থ আসরের জন্য প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যয়। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে কোনও ভারতীয় ক্রিকেটারের প্রথম কোচের ভূমিকায়। টুর্নামেন্টটি ২৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা৷
advertisement
গত বছর থেকে প্রিটোরিয়া ক্যাপিটালসের মূল কোম্পানি জেএসডব্লিউ স্পোর্টসের ক্রিকেট পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর, দাদা জোনাথন ট্রটের স্থলাভিষিক্ত হলেন। তিনি প্রধান কোচের ভূমিকায় পা রাখলেন। প্রিটোরিয়া এখন পর্যন্ত SA20 তে মেলা মেশানো ফর্মের মধ্যে দিয়ে গেছে৷  প্রথম মরশুমে গ্রুপ পর্বে শীর্ষে থাকলেও সানরাইজার্স ইস্টার্ন কেপের বিপক্ষে ফাইনালে হেরে যায়।
advertisement
পরবর্তী দুটি মরশুমে (২০২৩-২৪ এবং ২০২৪-২৫), প্রিটোরিয়া গড়পড়তা পারফরম্যান্সই দিয়েছে৷  এই দুই মরশুমেই  পঞ্চম স্থানে শেষ করায় প্লেঅফের টিকিট থেকেও বাদ পড়েছিল দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের দলটি৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sourav and Arijit: সস্ত্রীক অরিজিতের সঙ্গে দেখা সৌরভের, দক্ষিণ আফ্রিকায় কোচিং করাতে যাওয়ার পথে খোশমেজাজের সেলফি
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement