corona virus btn
corona virus btn
Loading

সনি ফিরছেন, সাত দিন মাঠের বাইরে এডু !

সনি ফিরছেন, সাত দিন মাঠের বাইরে এডু !
Photo Courtesy : Mohun Bagan

কাফ মাসলের সঙ্গে শিরদাঁড়াতেও চোট রয়েছে এডুয়ার্ডোর।

  • Share this:

#কলকাতা: আই লিগে পরের ম্যাচেই ফিরছেন সনি নর্ডি। এএফসি খেলতে দলের সঙ্গে কলম্বো না গেলেও শনিবার আইজল ম্যাচে খেলবেন সনি। হাইতিয়ান মাঠে ফিরলেও ব্রাজিলিয় ডিফেন্ডার এডুকে ঘিরে এখনও অনিশ্চয়তা।

চোটের কারণে এএফসি-র দলে নেই। ম্যাচ ফিট হয়ে মাঠে ফেরার তাগিদে গার্সিয়ার কাছে অনুশীলন শুরু সনি-এডুর। হালকা ওয়ার্ম আপ, স্ট্রেচিং-সহ এনডিউরেন্স টেস্ট। কলম্বোয় বাগানের এএফসি ম্যাচ মঙ্গলবার। দল শহরে ফিরবে বুধবার। শনিবার আই লিগে বাগানের প্রতিপক্ষ আইজল এফসি। সনি আইজল ম্যাচ খেকে মাঠে ফিরলেও ব্রাজিলিয় ডিফেন্ডার এডুয়ার্ডো আইজল ম্যাচে অনিশ্চিত।

কাফ মাসলের সঙ্গে শিরদাঁড়াতেও চোট রয়েছে এডুয়ার্ডোর। ম্যাচ ফিট হতে অন্তত দিন সাতেক সময় লাগবে করিন্থিয়ান্সে খেলে আসা ডিফেন্ডারের। শনিবারের আই লিগ ম্যাচ থেকেই সনি নর্ডিকে পাওয়া যাবে, আপাতত এটাই অক্সিজেন বাগানে।

First published: January 30, 2017, 3:04 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर