#মুম্বই: ডার্বি মিটতেই ফের অনিশ্চিত সনি। কাল, বুধবার কুপারেজে মুম্বই চ্যালেঞ্জ। বাগানে শুভাশিসের বদলি আজহার।
শিলিগুড়ি থেকে এক পয়েন্ট। কিন্তু মুম্বই থেকে বাগানের লক্ষ্য পুরো তিন পয়েন্ট। কারণ, তালিকায় একটি ম্যাচ কম খেলা সবুজ-মেরুন চাইছে প্রথম লেগ শেষের আগে বেশি করে পয়েন্ট তুলে রাখতে। তাই বুধবার কুপারেজে মেহেরাজ-নবির মুম্বই এফসির বিরুদ্ধে আক্রমণাত্মক ভাবেই শুরু করতে চান সঞ্জয় সেন।
রবিবার শিলিগুড়ি ম্যাচের পরেই গুঞ্জন শুরু হয় সনির ফিটনেস নিয়ে। মুম্বই গিয়ে অনিশ্চিত হাইতির তারকা। টিমের খবর, এখনও পুরোপুরি সুস্থ নন নর্ডি। তাই তিন বিদেশিই হাতিয়ার সঞ্জয়ের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে চোটের কারণে নেই শুভাশিস বসু। তাঁর বদলি হিসেবে দলে আজহারউদ্দিন মালিক। এই পরিস্থিতিতেই কুপারেজে ঝাঁপাবে মোহনবাগান। কারণ, তিন পয়েন্ট না পেলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে খানিকটা পিছিয়ে যাবে পালতোলা নৌকা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: I-League, Mohun Bagan, Mumbai FC, Sony Norde, মোহনবাগান