শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে হঠাৎ 'তার' মাঠে প্রবেশ, আতঙ্কে মাঠ ছাড়লেন প্লেয়াররা, তারপর যা ঘটল...
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Snake Entered Colombo Stadium During Sri Lanka vs Bangladesh 1st ODI Match: শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের প্রথম ওডিআইতে যা ঘটল তা দেখে সকলেই হতবাক। এবারও দুই দেশের ম্যাচে শিরোনামে নাগিন। তবে এবার আর ডান্স নয়, মাঠে প্রবেশ সত্যিকারের নাগিন অর্থাৎ সাপের।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের সিরিজের সঙ্গে নাগিন ডান্সের সম্পর্ক অনেক পুরনো। অতীতে একাধিক ম্যাচে দুই দলের ক্রিকেটাররা নাগিন ডান্স ভঙ্গিতে সেলিব্রেশন করে বিতর্কে জড়িয়েছেন। মাঠে তৈরি হয়েছে উত্তপ্ত পরিস্থিতি। এবার শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের প্রথম ওডিআইতে যা ঘটল তা দেখে সকলেই হতবাক। এবারও দুই দেশের ম্যাচে শিরোনামে নাগিন। তবে এবার আর ডান্স নয়, মাঠে প্রবেশ সত্যিকারের নাগিন অর্থাৎ সাপের।
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচনা ২ জুলাই, কলম্বো থেকে হয়েছে। শ্রীলঙ্কা এই ম্যাচে ৭৭ রানে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায়। তবে ম্যাচে একটি অদ্ভুত ঘটনা ঘটে, যা রীতিমতো সবার নজর কাড়ে। এমনকা কিছু সময়ের জন্য মাঠে আতঙ্কও ছড়িয়ে পড়ে।
Snake in Ground During Sri Lanka Bangladesh 1st ODI in Colombo. pic.twitter.com/McmYPRHnp3
— Sohail Imran (@sohailimrangeo) July 2, 2025
advertisement
advertisement
বাংলাদেশের ইনিংস চলাকালে তৃতীয় ওভারের তৃতীয় বলে মাঠে হঠাৎ একটি সাপ ঢুকে পড়ে। সে সময় বল করছিলেন শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দো। সাপ দেখে উভয় দলের খেলোয়াড়রা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। পরে নিরাপত্তারক্ষীরা সাপটিকে মাঠ থেকে সরিয়ে দিলে খেলা পুনরায় শুরু হয়। এই ঘটনার ভিডিও দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং ভক্তরা সাপটিকে ‘ডার্বি নাগিন’ নামে অভিহিত করতে থাকেন। এই প্রথম নয় এর আগেও শ্রীলঙ্কায় একাধিক ম্যাচে সাপ ঢোকার ঘটনা ঘটেছে।
advertisement
ম্যাচের পারফরম্যান্সের কথা বলতে গেলে, শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরি (১০৬) করেন, যার সুবাদে ৪৯.২ ওভারে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ দল ৩৫.৫ ওভারে ১৬৭ রানেই গুটিয়ে যায়। তানজিদ হাসান (৬২) ও জাকির আলি (৫১) লড়াই করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 03, 2025 2:00 PM IST