লন্ডন: ওয়ান ডে-র পর এবার টি টোয়েন্টি সিরিজেও হার ৷ ইংল্যান্ড থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে ৷ টি টোয়েন্টি সিরিজে হরমনপ্রীতরা হারলেন ২-১-এ ৷ তবে ম্যাচ হারলেও দর্শকদের মন জয় করল স্মৃতি মান্ধানার ব্যাটিং ৷ বুধবারের ম্যাচে ৫১ বলে ৭০ রান করলেন তিনি ৷ ১৫৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ বল বাকি থাকতেই ৮ উইকেটে ম্যাচ জেতে ইংল্যান্ড ৷ সেইসঙ্গে সিরিজও জিতে নেয় তারা ৷ তবে স্মৃতির ব্যাটিংয়ের প্রশংসায় প্রত্যেকেই ৷ ট্যুইটারে উপচে পড়েছে তাঁর জন্য ভক্তদের ভালোবাসা ও অভিনন্দন বার্তা ৷
Lovely knock by @mandhana_smriti today. Good effort and some entertaining cricket by the @BCCIWomen team throughout the summer in UK . They fought and tried hard every single game . Well done to the England team on winning both the white ball series . Now @thehundred is next❤️
— DK (@DineshKarthik) July 14, 2021
Good flourish for India, ending up with a fine total. #SmritiMandhana with a top class 70, while Harmanpreet and Richa Ghosh (great cameo) closed in well. Interesting second half ahead. #ENGWvINDW
— Siddarth Srinivas (@sidhuwrites) July 14, 2021
Me every time Smriti Mandhana plays a sweep shot:#ENGvIND pic.twitter.com/XDMCqsj9A9
— Ananya Upendran (@a_upendran11) July 14, 2021
স্মৃতি মান্ধানা বাদে এদিন অবশ্য সেভাবে বলার মতো রান পাননি কোনও ভারতীয় ব্যাটসম্যানই ৷ মান্ধানা আউট হওয়ার পর শেষের দিকে রিচা ঘোষ কিছুটা চালিয়ে খেলে দলের রানকে কোনওমত দেড়শোর গণ্ডী টপকাতে সাহায্য করেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Smriti Mandhana