Indian Women Cricket Team: 'নীরজকে দেখে স্বপ্ন দেখতাম...পূরণ হল আজ', সোনা জিতে আবেগে ভাসলেন স্মৃতি মন্ধনা

Last Updated:

Indian Women Cricket Team: এক দিনে এশিয়ান গেনসে জোড়া সোনা ভারতের ঝুলিতে। সকালে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল টিম ইভেন্টের পর বেলা গড়াতে সোনা জিতল ভারতীয় মহিলা ক্রিকেট দল। ইতিহাসের পাতায় নাম লেখালেন স্মৃতি মন্ধনা, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ, তিতাস সাঁধুরা।

বিশ্বকাপ থেকে কমনওয়েলথ গেমস। বারবার তীরে এসে ডুবছিল তরী। চ্যাম্পিয়নশিপ গোল্ড আর ঠোটের মাঝের তফাৎটা-আক্ষেপটা যেন কিছুতেই ঘুচছিল না। অবশেষে এশিয়ান গেমস ২০২৩-এ হল স্বপ্নপূরণ। সোনা জিতে নয়া ইতিহাস তৈরি করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। চিনের মাটিতে ফাইনালে ১৯ রানে শ্রীলঙ্কাকে হারিয়ে এবারের এশিয়ান গেমসে ভারতকে দ্বিতীয় সোনা এনে দিল ভারতের মেয়েরা।
লো স্কোরিং ফাইনালে ভারতীয় দলের ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন দলের অভিজ্ঞ ব্যাটাক স্মৃতি মন্ধনা। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৪টি চার ও একটি ছয় মারেন তিনি। সোনা জয়ের পর নিজের আবেগ চেপে রাখতে পারেননি তিনিও। এতদিনের দেখা স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বসিত ভারতীয় তারকা ব্যাটার। ফাইনাল জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনে কথা বলেন স্মৃতি মন্ধনা।
advertisement
“এটি আমার কাছে খুব বিশেষ। আমরা টিভিতে এতদিন দেখেছি। নীরজ চোপড়া যখন সোনা জিতেছিল আমার একটি ম্যাচ ছিল, পদক নেওয়ার সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়েছিল এবং ভারতের জাতীয় পতাকা উপরে উঠেছিল। তখন আমি চোখের জল ধরে রাখতে পারিনি। ভাবতাম আমাদের জন্যও একদিম এমন হবে। কিন্তু একাধিকবার সামনে গিয়েও নিজেদের সেরাটা দিতে না পারায় খালি হাতে ফিরতে হয়েছে। এশিয়ান গেমসে আমরা সেরাটা দিয়ছি। স্বপ্নপূরণ হয়েছে। আমরা ভারতীয় দলের পদক তালিকায় অবদান রাখতে পেরে সত্যিই খুব খুশি।”
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন হরমনপ্রীত কউর। তবে ব্যাটিংয়ে খুব একটা আহামরি রান করতে পারেনি ভারত। স্লো উইকেটে স্মৃতি মন্ধনা ও জেমাইমা রড্রিগেজ ছাড়া দুই অঙ্কের রানে পৌছতে পারেনি কোনও ভারতীয় ব্যাটার। স্মৃিত মন্ধানা ৪৬ ও জেমাইমা রড্রিগেজ ৪২ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান করে ভারতীয় মহিলা ক্রিকেট দল।
advertisement
ফাইনালে ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। তিতাস সাঁধু, রাজেস্বরী গায়কোয়াড়, দীপ্তি শর্মা পুজা ব্স্ত্রাকারদের বোলিং অ্যাটাকের সামনে খুব একটা খাপ খুলতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটাররা। মাঝে হাসিনি পেরেরা ২৫, নীলাক্ষী ডি সিলভা ২৩, ওশাডি রানাসিঙ্ঘে ১৯ রানের ইনিংস খেলে লড়াই করার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৯৭ রানে শেষে হয় শ্রীলঙ্কার ইনিংস।
বাংলা খবর/ খবর/খেলা/
Indian Women Cricket Team: 'নীরজকে দেখে স্বপ্ন দেখতাম...পূরণ হল আজ', সোনা জিতে আবেগে ভাসলেন স্মৃতি মন্ধনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement