IPL 2019: নাইটদের সংসারে ‘অশান্তি’ ছিল, মানছেন সাইমন কাটিচ
Last Updated:
#মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জঘন্য হারের পর আইপিএল থেকে বিদায় নিয়েছে নাইটরা ৷ হারের পর স্বভাবতই কাঠগড়ায় নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ৷ এবং সঙ্গে অবশ্যই রবিন উথাপ্পা ৷ যিনি রবিবার ২৫টা ‘ডট’ বল খেলে আরেকটু হলেই নতুন রেকর্ড গড়ছিলেন আইপিএলে ৷ আর এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন ফের রাসেলের আগে উথাপ্পা ? এই নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক ৷ তাহলে কি সত্যি কেকেআরের সংসারে অশান্তি ছিল ?
এ ব্যাপারে কিছুটা হলেও খোলসা করেছেন কেকেআরের সহকারী কোচ সাইমন কাটিচ ৷ ম্যাচ শেষে তিনি মেনে নিয়েছেন দলের মধ্যে একটা সমস্যা ছিলই ৷ কাটিচের মতে, ‘‘ হারের কারণ খোঁজার জন্য অনেকেই অনেক কিছু বলে। কিন্তু এটাও অস্বীকার করা যাবে না যে, দলের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল টানা ম্যাচ হারের পরে। যা গত ম্যাচেই মাঠে প্রকাশ পেয়েছে। বিষয়টি লুকোনো যাবে না। লুকোনো উচিতও নয়। তবে এটা সত্যি, আইপিএলের মতো প্রতিযোগিতায় জিততে দলের মধ্যে ‘ইউনিটি’ প্রয়োজন। নাইটরা যা নিয়ে গর্ব করতে পারত। তাই এটা ঠিক যে, দলের মধ্যে কিছু সমস্যা তৈরি হয়েছিল।’’
advertisement
"I think to finish where we did is probably what we deserve given the season we've had": Simon Katich#MIvKKR #IPL2019 pic.twitter.com/Y2hpDSqKdb
— CricketNext (@cricketnext) May 6, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2019 2:23 PM IST