IND vs ENG: লর্ডসে মাত্র ১৬ রান করেও বড় রেকর্ড গড়লেন গিল, ভাঙলেন কোহলির বিশ্বরেকর্ড

Last Updated:

IND vs ENG 3rd Test: তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও রেকর্ড বুকে নাম তোলা কিন্তু অব্যাহত রেখেছেন শুভমান গিল। লর্ডসে তিনি ভাঙলেন বিরাট কোহলির একটি রেকর্ড।

News18
News18
অধিনায়ক হিসেবে নিজের প্রথম সিরিজে স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল। প্রথম দুটি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি সেঞ্চুরি করেছেন। যার মধ্যে একটি ২৬৯ রানের ঐতিহাসিক ইনিংস। গড়েছেন একের পর এক রেকর্ড। তবে লর্ডস টেস্টের প্রথম ইনিংস বড় স্কোর করতে ব্যর্থ হয়েছেন ভারত অধিনায়ক। মাত্র ১৬ রান করে আউট হন তিনি।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও রেকর্ড বুকে নাম তোলা কিন্তু অব্যাহত রেখেছেন শুভমান গিল। লর্ডসে তিনি ভাঙলেন বিরাট কোহলির একটি রেকর্ড। তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৯ রান করেই গড়েন নতুন ইতিহাস। তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। যিনি ২০১৮ সালের ইংল্যান্ড সফরে অধিনায়ক হিসেবে করেছিলেন ৫৯৩ রান।
লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ১৬ রান করার মধ্য দিয়েই গিল হয়ে গেলেন ইংল্যান্ডে কোনও টেস্ট সিরিজে ৬০০ রান করা প্রথম ভারতীয় অধিনায়ক। এই কৃতিত্ব তাঁকে আইসিসি টেস্ট ব্যাটার র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বর জায়গা ধরে রাখতে সাহায্য করেছে। গিলের ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করছে, অধিনায়কত্ব পাওয়ার পর তিনি আরও পরিণত হয়েছেন।
advertisement
advertisement
তবে গিল অল্পের জন্য পিছিয়ে পড়েছেন আরেক কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের থেকে। ২০০২ সালে ইংল্যান্ড সফরে দ্রাবিড় করেছিলেন ৬০২ রান। গিল এখন পর্যন্ত ৬০১ রান করে রয়েছেন তার ঠিক পেছনেই। ফলে সিরিজের পরবর্তী ইনিংসে আরও ভালো পারফরম্যান্স করলে এই রেকর্ডও ভেঙে ফেলতে পারেন গিল।
advertisement
ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড বর্তমানে যশস্বী জয়সওয়ালের দখলে। ২০২৪ সালের ইংল্যান্ড সিরিজে তিনি দুইটি ডাবল সেঞ্চুরি করে করেছেন ৭১২ রান। গিল সেই রেকর্ড থেকে কিছুটা দূরে থাকলেও, তার ধারাবাহিকতা ও নেতৃত্ব ক্রিকেটবিশ্বে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: লর্ডসে মাত্র ১৬ রান করেও বড় রেকর্ড গড়লেন গিল, ভাঙলেন কোহলির বিশ্বরেকর্ড
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement