আরসিজিসি-তে রুদ্ধশ্বাস জয় শুভঙ্করের !
Last Updated:
দেশের তরুণ প্রজন্ম যে গলফেও পিছিয়ে নেই তা সদস্য সমাপ্ত কলকাতা ক্লাসিক গল্ফ টুর্নামেন্টই তার প্রমাণ ৷ টুর্নামেন্টের এটাই ছিল প্রথম বছর ৷ শেষ রাউন্ডে গিয়ে একেবারে নাটকীয় জয় পেলেন গুরগাঁওয়ের ছেলে শুভঙ্কর শর্মা ৷
#কলকাতা : দেশের তরুণ প্রজন্ম যে গলফেও পিছিয়ে নেই তা সদস্য সমাপ্ত কলকাতা ক্লাসিক গল্ফ টুর্নামেন্টই তার প্রমাণ ৷ টুর্নামেন্টের এটাই ছিল প্রথম বছর ৷ শেষ রাউন্ডে গিয়ে একেবারে নাটকীয় জয় পেলেন গুরগাঁওয়ের ছেলে শুভঙ্কর শর্মা ৷ মাত্র ১৯ বছরের এই ছেলের সঙ্গে লড়াই জমে গিয়েছিল বেঙ্গালুরুর খালিন জোশীর ৷ শেষপর্যন্ত জয় ছিনিয়ে নিতে সফল শুভঙ্কর ৷ কলকাতার আরসিজিসি-তে জয়ের পর স্বভাবতই খুশি গুরগাঁওয়ের গল্ফার ৷ তিনি বলেন, ‘‘ ট্রফিটা খালিন জিতছে ধরেই নিয়েছিলাম ৷ কিন্তু শেষে ও ডাবল বোগি করাতেই ট্রফি জিতে যাই আমি ৷’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 9:43 AM IST