হোম /খবর /খেলা /
কেকেআর-এর পার্টি, শ্রেয়স আইয়ারের গলায় গান শুনে মুগ্ধ সবাই

Shreyas Iyer Sings: কেকেআর-এর পার্টি, শ্রেয়স আইয়ারের গলায় গান শুনে মুগ্ধ সবাই

Shreyas Iyer Sings: যেমন ব্যাটিং করেন, তেমন নাচেন, তেমনই গাইতে পারেন শ্রেয়স আইয়ার। শুনুন।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: টানা পাঁচ ম্যাচে হারের পর কেমন যেন গুমোট পরিবেশ ছিল কেকেআরের ড্রেসিংরুমে। তবে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় আবার নাইটদের চাঙ্গা করেছে। প্লে-অফের সম্ভাবনাও রয়েছে এখনও।

কলকাতা নাইট রাইডার্স শিবির এখন ফুরফুরে মেজাজে। আজ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে কেকেআরের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাসের ছবি। অধিনায়ক শ্রেয়স আইয়ার গান গেয়ে আসর মাতিয়ে দিলেন।

আরও পড়ুন- আইপিএলে হাজির দীপিকা পাড়ুকোনের স্বামী, গ্যালারিতে লাফালাফি রণবীরের

শ্রেয়স ভাল নাচেন। এটা ক্রিকেটপ্রেমীদের জানা। কিন্তু তিনি যে এত ভাল গান করেন, তা কে জানত! কেকেআর এদিনের অনুষ্ঠানের নাম দিল The KKRaoake night! অধিনায়ক শ্রেয়স আইয়ারের ব্যাটে যদিও বড় রান আসছে না। তবে দল পরিচালনায় তিনি ইতিমধ্যে সবার নজর কেড়েছেন। এমনকী সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে প্রশংসাও কুড়িয়েছেন।

কেকেআরের পার্টিতে ‘হে দের ডেলাইলা’ গান শোনালেন সবাইকে। শ্রেয়স যে কোনও মঞ্চে পারফরমার। সেটা তিনি এদিন বুঝিয়ে দিলেন। কারণ এদিন শ্রেয়স নিজে তো গাইলেন, সঙ্গে সতীর্থদেরও দুলাইন গাইয়ে ছাড়লেন। পার্টি জমে গেল শ্রেয়সের জন্য।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০টি ম্যাচে স্রেয়স আইয়ার ৩২৪ রান করেছেন। দলের প্রয়োজনে তিনি ঠিক রান করে দিয়েছেন। এমনকী অরেঞ্জ ক্যাপের দৌড়েও থাকছেন তিনি। তার উপর ক্যাপ্টেন্সিতেও নজর কেড়েছেন শ্রেয়স।

আরও পড়ুন- মাঠে দেখে বোঝা যায় না! বুমরাহ এত রোম্যান্টিক! দেখুন স্ত্রীর সঙ্গে কী করলেন

চলতি মরশুমে এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে চারটি জিতেছে কেকেআর। নাইটরা হেরেছে ছটি ম্যাচে। তারা এখন ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকার আট নম্বরে রয়েছে। প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আজ এলএসজি-র বিরুদ্ধে জিততে হবে কেকেআরকে। এখন জয় ছাড়া আর কোনও উপায় নেই নাইটদের।

কেএল রাহুলের লখনউ সুপার জায়ান্টস কিন্তু কেকেআরের থেকে অনেকটা এগিয়ে। লিগ তালিকার তারা একন দুনম্বরে রয়েছে। ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে এলএসজি। ১৪ পয়েন্ট পকেটে রয়েছে তাদের। ফলে আজ কেকেআরকে যে তারা চ্যালেঞ্জের মুখে ফেলবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Published by:Suman Majumder
First published:

Tags: IPL 2022, Kkr, Shreyas Iyer