Shreyas iyer Health Update: সিডনি থেকে এল সুখবর, শ্রেয়স ছাড়া পেলেন হাসপাতাল থেকে, তবে এখনই ...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Shreyas iyer Health Update: সিডনিতে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডেতে আহত শ্রেয়স আইয়ারের অবস্থা স্থিতিশীল এবং তাই তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে।
কলকাতা: সুখবর এল সিডনি থেকে৷ শ্রেয়স আইয়ারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে৷ সিডনিতে অস্ট্রেলিয়া সফরের তৃতীয় ওয়ানডেতে আহত শ্রেয়স আইয়ারের অবস্থা স্থিতিশীল এবং তাই তাঁকে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হয়েছে। ম্যাচে ক্যাচ নেওয়ার সময় প্লিহায় আঘাত পান আইয়ার। আইয়ারের আঘাত বেশ গুরুতর ছিল, তাই ভারতীয় দলের মেডিকেল টিম তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। হাসপাতালে আঘাত পরীক্ষা করার পর দেখা যায় যে,তাঁর ইন্টারনাল ব্লিডিং হচ্ছে৷ এরফলে আইয়ারকেও আইসিইউতেও রাখা হয়েছিল।
সিডনি এবং ভারতের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সেরে ওঠায় বিসিসিআইয়ের মেডিকেল টিম শ্রেয়স আইয়ারের সন্তুষ্ট। বিসিসিআই সিডনিতে ডঃ কৌরুশ হাঘিঘি এবং তাঁর দলের পাশাপাশি ভারতে ডঃ দীনশ পারদিওয়ালার প্রতি তাঁদের দক্ষ ট্রিটমেন্টের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে। শ্রেয়স আরও ফলোআপ পরীক্ষার জন্য সিডনিতেই থাকবেন এবং বিমানে ওঠার জন্য উপযুক্ত ঘোষণা করা হলেই তিনি ভারতে ফিরে আসবেন।
advertisement
🚨 Medical update on Shreyas Iyer
The BCCI Medical Team, along with specialists in Sydney and India, are pleased with his recovery, and he has been discharged from the hospital today.
Details 🔽 | #TeamIndia https://t.co/g3Gg1C4IRw
— BCCI (@BCCI) November 1, 2025
advertisement
advertisement
আরও দেখুন – ঘুমের অভাব এই ৬ টি রোগের কারণ
২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত মাঠের বাইরে থাকতে পারেন
মারাত্মক এই চোটের কারণে, শ্রেয়স আইয়ার দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতে পারেন। সম্পূর্ণ সুস্থ হতে তার প্রায় দুই মাস সময় লাগতে পারে। অতএব, আইয়ারের ২০২৬ সালের জানুয়ারিতে আবার মাঠে ফেরার আশা করা হচ্ছে। আইয়ার এর আগেও পিঠের চোটে ভুগছিলেন, এবং আবারও, এই আঘাত তার কেরিয়ারকে বারবার থমকে দিচ্ছে৷
advertisement
শ্রেয়স আইয়ার ওয়ানডে দলের সহ-অধিনায়ক ছিলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রেয়স আইয়ার টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। এই সফরে আইয়ারের পারফরম্যান্সের মধ্যে দুটি ম্যাচে তিনি ৭২ রান করেছিলেন। তার সর্বোচ্চ স্কোর ছিল ৬১, যা তিনি অ্যাডিলেডে খেলা ম্যাচে করেছিলেন। তবে, ওডিআই সিরিজটি টিম ইন্ডিয়ার জন্য হতাশাজনক ছিল, যারা ২-১ ব্যবধানে হেরেছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2025 1:47 PM IST

