`দেখতে সুন্দর, ইংরেজি বলতে জানে'! বাবরের জায়গায় কাকে পাক অধিনায়ক চাইছেন শোয়েব?

Last Updated:

Shoaib Akhtar believes Shadab Khan is a better captain material in comparison to Babar Azam. বাবর নয়, শাদাব খানকেই পাকিস্তানের অধিনায়ক হিসেবে পছন্দ শোয়েবের

বাবর নয়, শাদাব খানকেই পাকিস্তানের অধিনায়ক হিসেবে পছন্দ শোয়েবের
বাবর নয়, শাদাব খানকেই পাকিস্তানের অধিনায়ক হিসেবে পছন্দ শোয়েবের
লাহোর: সাদা বলের ক্রিকেটে সেভাবে সাফল্য না থাকা সত্ত্বেও কেন এত দিন ধরে বাবরকে অধিনায়ক রেখে দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব। ঘরের মাঠে একের পর এক টেস্ট হারের পর থেকে অধিনায়ক বাবর আজমকে নিয়ে প্রশ্ন উঠেছে। দেশকে নেতৃত্ব দিতে তিনি উপযুক্ত কিনা, তাই নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক প্রাক্তন ক্রিকেটার তাঁর সমালোচনা করছেন। এবার সেই দলে নাম দিলেন প্রাক্তন পাক পেস বোলার শোয়েব আখতার।
পাকিস্তান ক্রিকেটে অধিনায়ক বদলের ডাক দিলেন শোয়েব আখতার। তিনি চান, শাদাব খানকে অধিনায়ক করা হোক। পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার বলেন, ক্রিকেটীয় দক্ষতার ব্যাপারে শাদাব বেশ চটপটে। সব সময় উন্নতি করতে চায়, যেটা খুবই ভাল। ভুল স্বীকার করে তা দ্রুত শোধরাতে চায়।
আরও পড়ুন - বুমরাহকে ফের অস্ত্রোপচারের উপদেশ ডাক্তারদের! ক্যারিয়ার শেষ নাকি? সন্দেহ দানা বাঁধছে
পাকিস্তানের এই কিংবদন্তি পেসার আরও বলেন, শাদাবের মতো ক্রিকেটার পাকিস্তানের ক্রিকেটের ভবিষ্যৎ। ও যথেষ্ট আগ্রাসী এবং দলকে সঠিকভাবে চালনা করতে পারবে বলেই আমার বিশ্বাস। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তিনি পাক দলের সহ অধিনায়ক ছিলেন। দেশের হয়ে এখনও পর্যন্ত ছ’টি টেস্ট, ৫৩টি এক দিনের ম্যাচ এবং ৮৪টি টি-টোয়েন্টি খেলেছেন।
advertisement
advertisement
শোয়েব আরো বলেন যে শাদাব গত কিছু বছর ধরে নিজের বোলিং এবং ফিটনেস নিয়ে খুব পরিশ্রম করেছে।তাই আগামী দিনে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটে তাকে অধিনায়ক করলে পাকিস্তানের উন্নতি হবে। বর্তমানে শাদাব পাক লিগে ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক। শোয়েব মনে করেন শাদাব দেখতে সুন্দর এবং ইংরেজি বলতে দক্ষ। পাকিস্তানকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে ধরতে তিনি সেরা চয়েজ।
বাংলা খবর/ খবর/খেলা/
`দেখতে সুন্দর, ইংরেজি বলতে জানে'! বাবরের জায়গায় কাকে পাক অধিনায়ক চাইছেন শোয়েব?
Next Article
advertisement
Burdwan News: চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
চেক জাল করে বর্ধমান পুরসভার দেড় কোটি গায়েব, শেষে পুলিশের জালে কে?
  • চেকের মাধ্যমে বর্ধমান পৌরসভার অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা উধাও হয়ে যাওয়ার ঘটনায় বিরাট মোড়। এই ঘটনায় পুরসভারই হিসাব রক্ষক সমীররঞ্জন মুখোপাধ্যায়কে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। 

VIEW MORE
advertisement
advertisement