Shefali Jariwala: অন্ধকারে ভারতের তারকা ব্যাটারের সঙ্গে শেফালি জরিওয়ালা! মৃত্যুর পর ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shefali Jariwala Old Video Goes Viral After Her Death Dance With Indian Cricketer: বিখ্যাত অভিনেত্রী এবং ‘কাঁটা লাগা’ গানে রাতারাতি তারকা হয়ে ওঠা শেফালি জরিওয়ালার শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর ভাইরাল ভিডিও।
বিখ্যাত অভিনেত্রী এবং ‘কাঁটা লাগা’ গানে রাতারাতি তারকা হয়ে ওঠা শেফালি জরিওয়ালার শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। ৪২ বছর বয়সী শেফালি রিয়েলিটি শো বিগ বস সিজন ১৩-তে অংশ নিয়ে নতুন পরিচিতি লাভ করেছিলেন। হৃদরোগ আক্রান্ত হওয়ার পর তাকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়ষ সেখানে চিকিৎসকরা শেফালি জরিওয়ালাকে মৃত বলে ঘোষণা করে।
পুরনো ভিডিও হয়ে উঠেছে আলোচনার বিষয়:
শেফালির মৃত্যুর পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তাঁকে ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে মজা করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ৯ নভেম্বর ২০২৪-এ পৃথ্বীর ২৫তম জন্মদিনের পার্টির, যেখানে সব বন্ধুরা আনন্দ-উৎসবের মেজাজে নাচছিলেন। এই ক্লিপটি আবারও ভক্তদের শেফালির প্রাণবন্ততা স্মরণ করিয়ে দিয়েছে।
advertisement
কেরিয়ারের কঠিন সময় পার করছেন পৃথ্বী:
ভিডিওতে দেখা যাচ্ছেন পৃথ্বী শ, যিনি বর্তমানে নিজের ক্যারিয়ারের টালমাটাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। ভারতীয় দল থেকে বাদ পড়ার পরে নির্বাচকরা তাঁকে বারবার উপেক্ষা করেছেন। সম্প্রতি তিনি নিজের ঘরোয়া দল মুম্বই ছেড়ে অন্য দলে যাওয়ার পরিকল্পনাও করেছেন। এমনকি আইপিএল ২০২৫-এর মেগা নিলামেও তিনি বিক্রি হননি।
advertisement
advertisement
My Man Prithvi Shaw having time which Sachin , Lara , and Sehwag could just dream off 💀💀
.#PrithviShaw pic.twitter.com/Zc1tfsDKf1— Intent Merchant (@Nervous__90s) November 9, 2024
আরও পড়ুনঃ IND vs ENG: দরকার আর মাত্র ৯৭ রান, দ্বিতীয় টেস্টেই সুনীল গাভাসকরের রেকর্ড ভাঙবেন যশস্বী জয়সওয়াল
advertisement
তবে শেফালি জরিওয়ালার সঙ্গে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় ফের একবার সামনে এসেছে পৃথ্বি শ-এর রঙিন জীবন-যাপনের প্রমাণ। তবে বর্তমানে নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে ফের ২২ গজে নিজেকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে পৃথ্বি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 29, 2025 6:38 PM IST