সিরিজের শেষ দুটি টেস্টে দলে পৃথ্বী,হনুমা, বাদ মুরলী বিজয়

Last Updated:
#সাউদাম্পটন: ওপেনার মুরলী বিজয়ের উপর কি তাহলে আস্থা হারালেন নির্বাচকরা ? নটিংহ্যামে টেস্ট শেষ হতে না হতেই দল নির্বাচনে বিরাট চমক। প্রথমবার টেস্ট আঙিনায় সিনিয়র দলে ঢুকে পড়লেন পৃথ্বী শ। স্কোয়াডে রয়েছেন হনুমা বিহারীও।
বিজয়ের মতই জায়গা হয়নি চায়নাম্যান কুলদীপ যাদবের। ট্রেন্টব্রিজে বসে শাস্ত্রী-কোহলিদের সঙ্গে আলোচনা করেই ১৮ জনের দল বেছে নেন নির্বাচকরা। সিরিজের শেষ দুটি টেস্টের জন্যই এদিন দল বাছাই হয়েছে। ৩০ অগাস্ট থেকে পরের টেস্ট সাউদাম্পটনে। একই বৈঠকে বেছে নেওয়া হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারদিনের ম্যাচের ভারত এ দল।
চতুর্থ ও পঞ্চম টেস্টের জন ভারতীয় দল:
advertisement
advertisement
বিরাট কোহলি ( অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), করুণ নায়ার, দীনেশ কার্তিক ( উইকেটকিপার), ঋষভ পন্থ ( উইকেটকিপার), রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, হার্দিক পাণ্ডিয়া, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, উমেশ যাদব, জসপ্রীত বুমরাহ, শার্দুল ঠাকুর, হনুমা বিহারী ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সিরিজের শেষ দুটি টেস্টে দলে পৃথ্বী,হনুমা, বাদ মুরলী বিজয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement