#মুম্বই: আসন্ন জিম্বাবোয়ে সফরের দল ঘোষণার দিনই নির্বাচকরা ভারতের ক্যারিবিয়ান সফরের দলও ঘোষণা করলেন ৷ এবছর জুলাই-অগাস্ট মাসে চারটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বিরাটরা ৷
এই সিরিজে নতুন মুখ বলতে একজন ৷ তিনি মিডিয়াম পেসার শার্দুল ঠাকুর ৷
জিম্বাবোয়ে সফরে প্রায় গোটা দলটাই নতুন মুখ হলেও কোনও সিনিয়ারকেই নাকি বিশ্রাম দেওয়া হয়নি বলে দাবি নির্বাচকদের ৷
#TeamIndia for #WIvInd Tests - @imVkohli to lead 17-member team pic.twitter.com/55oSfwp25R
— BCCI (@BCCI) May 23, 2016
চেয়ারম্যান সন্দীপ পাতিল এদিন সাংবাদিকদের জানান, ‘‘ কোনও ক্রিকেটারকেই বিশ্রাম দেওয়া হয়নি ৷ কেউ বোর্ডকে চিঠি লিখে বিশ্রাম নিতে চায়নি ৷ তরুণ দল জিম্বাবোয়ে পাঠানোর সিদ্ধান্তটা একান্ত নির্বাচকদেরই ৷ আরেকটা দল আমরা ঠিক করেছি ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৷’’
ওয়েস্ট ইন্ডিজে চার টেস্টের জন্য ১৭ জনের ভারতীয় দল-- বিরাট কোহলি (অধিনায়ক), বিজয়, ধাওয়ান, রাহুল, পূজারা, রাহানে, রোহিত, ঋদ্ধিমান, অশ্বিন, অমিত, জাদেজা, ইশান্ত, শামি, ভুবনেশ্বর, উমেশ, শার্দুল ঠাকুর, বিনি
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, India Tour Of Westindies, Sandip Patil, Selection Committee, Shardul Thakur, Virat Kohli, Westindies Tour