Sharath Kamal : কমনওয়েলথে ম্যাজিকের পর প্যারিসে সোনা জিতেই বিদায় নিতে চান শরৎ কমল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Sharath Kamal Achanta not ready to retire before Paris Olympics in 2024. কমনওয়েলথে ম্যাজিকের পর প্যারিসে সোনা জিতেই বিদায় নিতে চান শরৎ কমল
চেন্নাই: চল্লিশেও ম্যাজিক! কমনওয়েলথ গেমসে চারটি পদক জয়ের পর জোর চর্চা চলছে শরৎ কমলকে ঘিরে। টেবিল টেনিসের মতো ক্ষিপ্রতার খেলায় এই বয়সেও তাঁর ঝলক দেখে বিস্মিত অনেকেই। তিনি অবশ্য নির্বিকার। বয়স নিয়ে কোনও রকম মাথাব্যথা নেই শরতের। দেশে ফেরার পর ভারতের তারকা প্যাডলারের কাছে জনৈক সাংবাদিকের প্রশ্ন ছিল, বার্মিংহাম কমনওয়েলথ গেমস কি আপনার জীবনের শেষ বড় আসর?
আরও পড়ুন - Ishan Kishan : এশিয়া কাপের অপমান টি টোয়েন্টি বিশ্বকাপেই নেবে ঈশান, নিশ্চিত বাঙালি কোচ
শরৎ বলেন, এখনও নিজের ভবিষ্যৎ নিয়ে বলার সময় আসেনি। আপাতত আমার নজর ২০২৪ প্যারিস অলিম্পিকে। দ্রুত তার প্রস্তুতি শুরু করে দিতে চাই। তার আগে যথাসম্ভব আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে হবে। ওলিম্পিকসের পর ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করব। বার্মিংহামে শরতের চারটি পদকের মধ্যে রয়েছে তিনটি সোনা ও একটি রুপো।
advertisement
CWG 2022: After Gold in Commonwealth Games, Sharath Kamal eyes Paris Olympics medal winning https://t.co/6spViPHS2r
— Granthshala India (@Granthshalaind) August 12, 2022
advertisement
আর সেটাই হয়ে দাঁড়িয়েছে ৪০ বছরেও তাঁর কেরিয়ার দীর্ঘায়িত করার প্রেরণা। এই প্রসঙ্গে বার্মিংহাম গেমসে দেশের সেরা ক্রীড়াবিদ বলেন, ভাবতে পারিনি, এমন পারফরম্যান্স করতে পারব। ২০২০ থেকে কোভিড আতঙ্ক সামলে কমনওয়েলথের পোডিয়ামে ওঠা সহজ কথা নয়। এখনও আমার কাছে স্বপ্নের মতো লাগছে।
advertisement
জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় পেরোলাম।১৬ বছর পর কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জিতেছেন শরৎ। এই প্রসঙ্গে ভারতের সর্বকালের অন্যতম সেরা প্যাডলারের মন্তব্য, তিন দিনে ১২টি ম্যাচ খেলতে হয়েছে। কোমরের যন্ত্রণায় রাতে ঘুমোতে পারতাম না। কিন্তু প্রতিযোগিতা যত এগিয়েছে ইচ্ছাশক্তি ততই বেড়েছে। এতগুলি পদকের মধ্যে সিঙ্গলসে সোনা জয় আমাকে আলাদা তৃপ্তি দিয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 13, 2022 12:25 PM IST