ফ্যানেদের সহমর্মিতায় আপ্লুত শারাপোভা

Last Updated:

সমর্থকদের ভালোবাসা আর সহমর্মিতায় আপ্লুত মারিয়া শারাপোভা। সাংবাদিক সম্মেলনের পর দীর্ঘক্ষণ অনলাইনও ছিলেন না তিনি। এরপরই ইনস্টাগ্রামে নতুন ছবিও পোস্ট করেন মাশা। ফ্যানেদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি।

#মস্কো: এ এক অন্য সকাল। ডোপিং-এর স্বীকারোক্তির পর অনেক কিছুই যেন পাল্টে গিয়েছে। শাস্তির কোপ। বিশ্ব টেনিস কার্যত তাঁর সমর্থনে আর তাঁর শাস্তি চেয়ে দু’ভাগ হয়ে গিয়েছে। সেরেনা, জকোভিচরা তাঁর হয়ে গলা ফাটাচ্ছেন, শাস্তি চাইছেন নাদাল, অ্যান্ডি মারেরা। সরে গিয়েছে একাধিক স্পনসর। তবু রুশ সুন্দরীর পাশ থেকে সরেননি তাঁর ফ্যানেরা।
maria sharapova (2)
এমন ঘটনা জানানোর পর আর সোশ্যাল মিডিয়ায় অনলাইন হননি শারাপোভা। গ্লানি, হতাশাটুকু মুড়ে রেখেছিলেন নিজের মধ্যেই। যখন অনলাইন হন, তখন একের পর এক মেসেজ দেখে নিজেকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। সমর্থকদের ভালোবাসা, সহমর্মিতাই তাঁর কাছে বড় সম্বল। তাই ঘুম থেকে ওঠা থেকে গোটা দিনের কথাই লিখে ফেলেন সোশ্যাল নেটওয়ার্কিংয়ে। আপ্লুত মাশা ভোলেননি ফ্যানদের ধন্যবাদ জানাতে। সেইসঙ্গে জানিয়ে দেন, তিনি ফিরে আসবেনই। টেনিসই তাঁর জীবন।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
ফ্যানেদের সহমর্মিতায় আপ্লুত শারাপোভা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement