স্টিভ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার: ওয়ার্ন

Last Updated:

অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভালো নয় ৷ সেটা অস্ট্রেলিয়ার মানুষ খুব ভালোমতোই জানেন ৷ কিন্তু খেলা ছাড়ার এতদিন পর ফের সেই বিষয়টা নতুন করে সবার সামনে আনলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শ্যেন ওয়ার্ন ৷

#মেলবোর্ন: অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়ের সঙ্গে তাঁর সম্পর্ক যে ভালো নয় ৷ সেটা অস্ট্রেলিয়ার মানুষ খুব ভালোমতোই জানেন ৷ কিন্তু খেলা ছাড়ার এতদিন পর ফের সেই বিষয়টা নতুন করে সবার সামনে আনলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শ্যেন ওয়ার্ন ৷ একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ওয়ার্ন সরাসরি বলেছেন, স্টিভ তাঁর জীবনে দেখা সবচেয়ে ‘স্বার্থপর ক্রিকেটার’ ৷ তিনি বলেন, ‘‘ অনেক কারণের জন্যই আমার স্টিভ ওয়কে একেবারেই পছন্দ নয় ৷ কারণ ও হল সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার যার সঙ্গে আমি খেলেছি ...... ৷ ’’
১৭ বছর আগের একটা ঘটনার কথাও উল্লেখ করেছেন ওয়ার্ন ৷ তিনি বলেন, ‘‘ ১৯৯৯-এ ওয়েস্ট ইন্ডিজ সফরে আমাকে আচমকাই একটা টেস্টে বসিয়ে দেওয়া হয়েছিল ৷ সিরিজের শেষ টেস্টটা আমাদের জিততেই হত ৷ ঠিক ওইসময় ক্যাপ্টেন আমাকে বসানোর সিদ্ধান্ত নেন ৷ এই বিষয় আমার খুবই খারাপ লেগেছিল ৷ যখন সিলেকশন টেবিলে যাই ৷ তখন অধিনায়ক স্টিভ ওয়, সরাসরি সবার সামনে বলেন যে তুমি খেলছ না ৷ আমি চমকে গিয়ে আবার জিজ্ঞেস করি, কী !! দাঁড়াও , টিম কেমন হওয়া উচিৎ বলে মনে করছ তুমি ? আমার ভীষণ খারাপ লেগেছিল ৷ আমাদের ম্যাচটা জিততেই হত ৷ নিজের সেরাটাই দিতে চেয়েছিলাম ৷ কিন্তু হঠাৎই আমাকে বাদ দিয়ে দিল ও ৷ এছাড়াও অনেক কারণ রয়েছে স্টিভকে ভালো না লাগার ৷’’
advertisement
Photo Courtesy: Robert Cianflone
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
স্টিভ আমার দেখা সবচেয়ে স্বার্থপর ক্রিকেটার: ওয়ার্ন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement