আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার স্টিভ: ওয়ার্ন

Last Updated:
#সিডনি: তাঁর সঙ্গে স্টিভের সম্পর্ক যে বরাবরই খুব একটা ভাল নয় ৷ সেটা মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে ৷ এবার নিজের নতুন বই ‘নো স্পিন’-এ ফের অস্ট্রেলিয়ান কিংবদন্তী প্রাক্তন অধিনায়ককে একহাত নিলেন শ্যেন ওয়ার্ন ৷ কিংবদন্তী লেগ স্পিনারের মতে, স্টিভ একজন অত্যন্ত স্বার্থপর ক্রিকেটার ৷
স্টিভকে রীতিমতো আক্রমণ করে ওয়ার্ন বলেন, ‘‘ আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার স্টিভ। যে কী ভাবে নিজের ব্যাটিং গড় ৫০ হবে, তার বাইরে ও কিছু কখনও ভাবত না।’’
স্টিভ সম্পর্কে ওয়ার্নের যে অনেক অভিমান এখনও রয়েছে, সেটা নতুন এই বইতেই স্পষ্ট ৷  ১৯৯৯ সালে ক্যারিবিয়ান সফরে চতুর্থ টেস্টে দল থেকে বাদ পড়ার কথা উল্লেখ করে ওয়ার্ন বলেন,  ‘‘আমি ওই সিরিজে সহ-অধিনায়ক ছিলাম। স্টিভ বৈঠকের শুরুতেই বলে দেয়, ‘ ওয়ার্নি, আমার মনে হচ্ছে পরের টেস্টে তোমার খেলার দরকার নেই।’ ওই বৈঠকে কোচ জিওফ মার্শও ছিল। স্টিভের ওই মন্তব্যের পরে সবাই চুপ করে যায়। আমি প্রশ্ন করি, কেন? তাতে স্টিভ জবাব দেয়, ‘ভাল খেলতে পারছ না বলে।’ সেটা মেনে নিয়ে আমি বলি, ‘তবে আমি ছন্দে ফিরে আসছি।’ কোচ মার্শও আমার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু স্টিভ গোঁ ধরে থাকে, আমাকে বাদ দেবেই। ’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আমার দেখা সব চেয়ে স্বার্থপর ক্রিকেটার স্টিভ: ওয়ার্ন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement