বিশ্বের পঞ্চম বোলার হিসেবে বিশ্বরেকর্ড শাকিবের! গৌরবময় অধ্যায় বাংলাদেশ ক্রিকেটে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Shakib Al Hasan: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। বিশ্বের পঞ্চম বোলার হিসেবে গড়লেন বিশ্বরেকর্ড।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি গৌরবময় অধ্যায় যোগ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলছন শাকিব। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে টি-২০ ক্রিকেটে নিজের ৫০০তম উইকেট তুলে নেন তিনি। এই ম্যাচে সাকিব মাত্র ১১ রান খরচ করে ৩টি মূল্যবান উইকেট নিয়ে প্রতিপক্ষ দলের কোমর ভেঙে দেন।
শাকিবের ৫০০তম শিকার ছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মহম্মদ রিজওয়ান, যাকে তিনি ক্যাচ অ্যান্ড বোল্ড করেন। এরপর কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকেও সাজঘরে ফেরান। এই পারফরম্যান্সের মাধ্যমে সেন্ট কিটসের দল ১৩৩ রানে ৯ উইকেটে থেমে যায়। দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসা শাকিব এলিট লিস্টে নিজের নাম লেখালেন।
টি-২০ ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শাকিব আল হাসান এখন পঞ্চম স্থানে আছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৬৬০ উইকেট), এরপর আছেন ডি জে ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৫৯০), এবং ইমরান তাহির (৫৫৪)। সাকিব ৪৫৭টি ম্যাচ খেলে ৫০২টি উইকেট নিয়ে এই তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
advertisement
advertisement
এই রেকর্ড শুধু শাকিবের ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক বড় গর্বের বিষয়। বিশ্বের বুকে একজন বাংলাদেশি ক্রিকেটারের এমন অসাধারণ অর্জন প্রমাণ করে যে, প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে যে কোনো মঞ্চেই সাফল্য অর্জন সম্ভব। শাকিবের এই সাকসেস ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 1:05 PM IST