কান্নায় ভেঙে পড়া চিয়ারলিডারদের ধন্যবাদ জানালেন শাহরুখ
Last Updated:
কোটলায় গম্ভীরদের হারের পর স্বভাবতই হতাশ কলকাতা-সহ গোটা বিশ্বের কেকেআর সমর্থকরা ৷ অনেক আশা জাগিয়ে প্লে অফে উঠলেও বুধবার স্রেফ ব্যাটিং ভরাডুবিতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ ম্যাচ শেষে দেখা যায়, এক অভাবনীয় দৃশ্য ৷ বাউন্ডারি লাইনের ধারে কান্নায় ভেঙে পড়েছেন কেকেআরের চিয়ারলিডাররাও ৷
#কলকাতা : কোটলায় গম্ভীরদের হারের পর স্বভাবতই হতাশ কলকাতা-সহ গোটা বিশ্বের কেকেআর সমর্থকরা ৷ অনেক আশা জাগিয়ে প্লে অফে উঠলেও বুধবার স্রেফ ব্যাটিং ভরাডুবিতেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ ম্যাচ শেষে দেখা যায়, এক অভাবনীয় দৃশ্য ৷ বাউন্ডারি লাইনের ধারে কান্নায় ভেঙে পড়েছেন কেকেআরের চিয়ারলিডাররাও ৷
Always wish my KKR boys the best and never said anything to the girls who bring so much cheer. Lov u girls & thanx pic.twitter.com/sxkNxqgrrg
— Shah Rukh Khan (@iamsrk) May 25, 2016
advertisement
তবে এসবের মধ্যেও সবাইকে চাঙ্গা রাখলেন সবার প্রিয় 'খান দাদা' ৷ ট্যুইটারে তাঁর বাদশাহী মেজাজ এদিন হারের পরেও অটুট থেকেছে। আইপিএলের মঞ্চ থেকে ছিটকে যাওয়ার পরও নিজের সেই চিরাচরিত ‘চিয়ারফুল’ স্বভাব থেকে একটুও সরলেন না শাহরুখ। নাইট শিবিরের কোচ ক্যালিস থেকে প্রতিটি স্পোর্টস স্টাফের সঙ্গে কথা তো বটেই, ধন্যবাদ জানালেন চিয়ার লিডারদেরও।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 26, 2016 12:12 PM IST