Shahid Afridi: `ভারতের গালে চড় মেরে বিশ্বকাপ জিতবে পাকিস্তান'! ওপেন চ্যালেঞ্জ আফ্রিদির
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
করাচি: ভারতের পাল্টা জবাব দিতে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপ খেলতে নাও আসতে পারে পাকিস্তান। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও প্রধান নির্বাচক শাহিদ আফ্রিদি অবশ্য ভিন্ন মত রেখেছেন ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে। তাঁর কথা—ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তান যদি আয়োজকদের হারায় এবং বিশ্বকাপ জেতে, এটাই হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রতি পিসিবির বড় জবাব।
আফ্রিদি পিসিবিকে ভারতে দল পাঠানোর পরামর্শ দিয়েছেন। বলেছেন, ম্যানেজমেন্টের খেলোয়াড়দের এভাবে বোঝানো উচিত যে—তোমরা ভারতে খেলতে যাও এবং শিরোপা জিতে এস। আফ্রিদির মতে, এটাই হবে বিষয়টির ইতিবাচক ও বুদ্ধিদীপ্ত সমাধান। আফ্রিদি বলেছেন, আমি বুঝতে পারছি না, তারা (পিসিবি) কেন এত অনমনীয় হয়ে আছে আর বলে যাচ্ছে যে আমরা ভারতে খেলতে যাব না।
advertisement
বিষয়টি তাদের সরলভাবে দেখা উচিত এবং বুঝতে হবে যে এটা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট। এটাকে ইতিবাচকভাবে নিয়ে খেলতে যাওয়া উচিত। ৪৬ বছর বয়সী আফ্রিদি খেলোয়াড়দের উদ্দেশে বলেছেন, ভারতে যাও, ভাল ক্রিকেট খেল এবং ট্রফি জেত। এটাই সব, আমাদের জন্য এটাই বিকল্প। আমি নিজের অভিজ্ঞতা থেকে এটাই বলতে পারি।
advertisement
❗️🇵🇰❌🇮🇳🏏:
Winning World Cup in India will be the BIGGEST SLAP on BCCI: Shahid Afridi
“Tell(PCB) your boys to get the trophy; the whole nation stands behind you. It’ll not only be a big win for us but a tight slap on the face of BCCI,”: Afridi https://t.co/x2wxDguQPy pic.twitter.com/FU75P1duwC
— OsintTV📺 (@OsintTV) May 20, 2023
advertisement
ভারতের গর্ব এবং দাপট মাটিতে মিশিয়ে দিতে এটাই আমাদের রাস্তা। আমাদের সেখানে যেতে হবে, ফিরতে হবে ট্রফি নিয়ে। তাদের (বিসিসিআই) পরিষ্কারভাবে বুঝিয়ে দাও যে আমরা যেকোনও জায়গায় গিয়ে জিততে পারি। এরপর যোগ করেন, ছেলেদের ট্রফিটা জিততে বলুন। পুরো জাতি তোমাদের পাশে আছে। এটা আমাদের জন্য শুধু বড় এক জয়ই হবে না, বিসিসিআইকে কষে একটি চড় মারাও হবে।
advertisement
আফ্রিদি মনে করেন ভারত অবশ্যই নিজেদের দেশে বিশ্বকাপ জয়ের ক্ষমতা রাখে। কিন্তু পাকিস্তান শেষ এক-দেড় বছরে একটা সঠিক সাদা বলের দল তৈরি করতে পেরেছে। তাই বাবর, রিজওয়ান, রউফ, শাদাব খানদের ক্ষমতা আছে ভারতে এসে বিশ্বকাপ জেতার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 21, 2023 1:42 PM IST